ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মঠবাড়ীতে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মঠবাড়ীতে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
558

“শিক্ষা ও সংস্কৃতির আলোকবর্তিকায় প্রজ্জ্বলিত আগামীর দিগন্তের নব সূচনা, ঘুচে যাক সমাজের যত অসৎ অন্ধকার আর জঞ্জাল, তারুণ্যের দীপ্ত অঙ্গীকার” মূলসুরে মঠবাড়ী খ্রিষ্টান যুব সমিতির আয়োজনে ১-৪ সেপ্টেম্বর, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর নির্মাণাধীন জুবিলি হাউজে অনুষ্ঠিত হয় শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭।

মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান শ্যামল জেমস রোজারিও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ ছাড়াও প্রতিযোগিতার দিনগুলোতে দেশের বিভিন্ন সংঘ, সমিতি, প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। প্রতিযোগিতার বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তা, কোর দি জুট ওয়ার্কসের বনিফাস সুব্রত কস্তা, নটর ডেম কলেজ, ময়মনসিংহের ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও সিএসসি, নাগরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার বাবলু রোজারিও, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান রবার্ট পঙ্কজ গমেজ, ভাসানিয়া ক্রেডিটের চেয়ারম্যান শিশির লূক কোড়াইয়া, সঙ্গীতশিল্পী অনিমা মুক্তি গমেজসহ আরো অনেকে।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল আবৃত্তি, স্ব-রচিত কবিতা আবৃত্তি, গল্প বলা, ধারাবাহিক গল্প বলা, নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, ছড়া গান, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, লোকগীতি, লালন গীতি, গিটার সঙ্গীত, জারী গান, তবলা বাদন, সাধারণ নৃত্য, দলীয় নৃত্য।

প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন ঢাকা ক্রেডিটের কালচারাল একাডেমীর প্রিন্সিপাল সঙ্গীতশিল্পী অনিমা মুক্তি গমেজ। এ দিন সভাপতিত্ব করেন মঠবাড়ী খ্রিস্টান যুব সমিতির সভাপতি অময় ডি’ক্রুশ। এ সময় এই সমিতির প্রাক্তন সভাপতিগণ, স্থানীয় সমবায় সমিতি, গ্রাম পর্যায়ের যুব সংগঠনের সভাপতি, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরবি/আরপি/৬ সেপ্টেম্বর, ২০১৭