শিরোনাম :
মঠবাড়ী ক্রেডিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
অনুষ্ঠিত হলো মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা।
২০ মে, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাঙ্গনে সমিতির চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরার সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি ও নাগরী ইউনিয়নের চেয়ারম্যান অলিউল ইসলাম অলি। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কাককো লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মেট্রোপলিটান হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য পিটার গমেজ প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় বক্তাগণ মঠবাড়ী ক্রেডিটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, সমবায় সমিতিগুলোর সব সময় সচেতন থাকতে হবে সদস্যদের চাহিদা পূরণ করার জন্য। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বর্তমানে একটি বড় মাধ্যম হলো সমবায় সমিতি। সুতরাং আমাদের দক্ষ নেতৃত্ব ও সততার সাথে সমিতি পরিচালনা করে সদস্যদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। এ সময় তারা সমিতির সার্বিক সহায়তার আশ্বাস দেন।
শুরুতে প্রার্থনা, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায়ী পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচ্যসূচি অনুসারে বার্ষিক সাধারণ সভা পরিচালিত হয়।