শিরোনাম :
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী এবং কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘের যাত্রা শুরু
গাজীপুর জেলার কালীগঞ্জে, মঠবাড়ী ধর্মপল্লীর পালকীয় সেবাকেন্দ্রে ১৬ জুন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সমিতির চেয়ারম্যান রবার্ট পঙ্কজ গমেজের সভাপতিত্বে নাগরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার বাবলু রোজারিও, মঠবাড়ী খিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান শ্যামল জেমস রোজারিও, ভাইস চেয়ারম্যান রতন রোনাল্ড রিবেরু, সেক্রেটারি জেমস ডি’রোজারিওসহ সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় পালকীয় সেবাকেন্দ্রে সমিতির জয়েন্ট সেক্রেটারি স্ট্যানিসলাস সোহেল রোজারিও’র সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এদিন আলোচনা সভা, কেক কাটাসহ মঠাবাড়ীর ৫০ বৎসরের উর্ধ্বে সকলের জন্য কেএসবি ক্ষমা ও ভালবাসা সংঘ নামে একটি সহযোগি সংগঠনের যাত্রা শুরু হয়।
২০১২ সালের ১ জুন এই সমিতি মঠবাড়ীতে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৫০০ জন সদস্য এবং প্রায় ৪০ কোটি টাকা সম্পদ-পরিসম্পদ অর্জন করেছে। এছাড়াও ভাওয়াল এলাকায় প্রথম এ্যাম্বুলেন্সের মাধ্যমে সদস্য তথা সকলের জন্য স্বাস্থ্যসেবা দ্রুত নিশ্চিত করা এবং নিজস্ব ব্যবস্থাপনায় ৫ তলা একটি ভবনে সমবায় বাজার স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করেছে।
সমিতিটি ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে মানসম্পন্ন বেকারী, বিউটি পার্লার, ব্যায়ামাগার, একটি আবাসিক ট্রেনিং সেন্টার করার জন্য ইতিমধ্যে মঠবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইনগেটের পাশে ৫ তলা বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন করেছে।
পাশাপাশি ২০২০ সালের মধ্যে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য মঠবাড়ী তেতুইবাড়ী (আব্দুল্লাহপুর রোড) জমি ক্রয় করেছে।
সমিতির প্রথম কৌশলগত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এ সমস্ত কিছুই বাস্তবায়ন হচ্ছে।
আরবি/আরপি/ ১৯ জুন, ২০১৭