শিরোনাম :
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত বোর্ডের শপথগ্রহণ
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
শপথ নিলেন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।
৬ মে, মঠবাড়ী ধর্মপল্লীর কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত চেয়ারম্যান পলাশ হিউবার্ট গমেজের নেতৃত্বে কর্মকর্তাগণ শপথবাক্য উচ্চারণ করেন। শপথবাক্য পাঠ করান মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার উজ্জ্বল লিনুস গমেজ সিএসসি।
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিদায়ী চেয়ারম্যান সুরেন রিচার্ড গমেজের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম অলি।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব’র চেয়ারম্যান জোনাস ঢাকী, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাদার উজ্জ্বল লিনুস গমেজ সিএসসি, কাককোর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্মমহাসচিব জেমস সুব্রত হাজরা, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজারিও, আনন্দ ফিলিপ পালমা, মনিকা গমেজ, পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য পংকজ বানার্ড ডি’রোজারিওসহ কালীগঞ্জের বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ এবং সদস্যগণ।
এ দিন নবনির্বাচিত চেয়ারম্যান পলাশ হিউবার্ট গমেজের নেতৃত্বে ভাইস-চেয়ারম্যান হিসেবে নন্দন আগস্টিন ক্রুশ, সেক্রেটারি সঞ্চিতা রোজারিও, জয়েন্ট সেক্রেটারি রনি গোছাল, ট্রেজারার উইলসন এস. রিবেরুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ শপথবাক্য উচ্চারণ করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দগণ নবনির্বাচিত বোর্ডের সমৃদ্ধি ও শুভ কামনা করেন। সেই সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সাথে পালন করে সমিতিকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারেন সেই জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানান।
এদিন নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি ও সুস্থতা কামনা করে ঢাকা ক্রেডিট পরিবার।