শিরোনাম :
মথুরাপুরে সেন্ট রীটাস হাইস্কুলের রজত জয়ন্তী পালন
বর্নিল সাজসজ্জা ও আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলের রজত জয়ন্তী উৎসব।
প্রাত্তন,বর্তমান ছাত্র-ছাত্রী,শিক্ষকমন্ডলী,আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত ২৪ ও ২৫ জানুয়ারি এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয় স্কুল মাঠ প্রাঙ্গণে।
দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথমদিনের কর্মসূচীতে ছিল আনন্দর্যালী, সাধ্বী রীতার জীবনী অভিনয়,ডকুমেন্টারি ফিল্ম,সাংস্কৃতিক সন্ধ্যায় বাউল সংগীত পরিবেশনা।
বেলা তিনটায় স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আনন্দ র্যালীটি কাঠবাদাম তলা হয়ে ভাদ্রা প্রদক্ষিণ করে স্কুলে সমবেত হয়।সন্ধ্যায় ছাত্র ছাত্রীদের পরিবেশনায় সাধ্বী রীতার জীবনী এবং সাংস্কৃতিক সন্ধ্যায় বাউল শিল্পী সুভাষ রোজারিও ও সুজাতা পারভীনের বাউল সংগীতে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
বিদ্যালয় পতাকা,জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। ২য় দিনের কর্মসূচিতে খ্রীষ্টযাগ,প্রাত্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ,জুবিলী স্মরনিকা উন্মোচন, লাকী কূপন ড্র ও ব্যান্ড সংগীত।
দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে মথুরাপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ও জুবিলী কমিটির প্রধান সমন্বয়কারী ফাদার দিলীপ এস কস্তার সভাপত্বিতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার পল গমেজ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী মনিক,এস এম আর এ, প্রতিষ্ঠা প্রধান শিক্ষিকা সিস্টার মেরী অণিমা এস এম আর এ ,প্রাত্তন প্রধান শিক্ষিকা সিস্টার দিপীকা, এস এম আর এ, জেলা শিক্ষা অফিসার জনাব মোসলেম উদ্দিন, বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ সহ বিশিষ্ট সুধীজন।
সেন্ট রীটাস হাইস্কুল বর্তমান রুপকার প্রয়াত ফাদার অ্যাঞ্জোলো কান্তন পিমে অক্লান্ত পরিশ্রম, অর্থায়ন ও স্থানীয় অধিবাসীদের সহায়তায় প্রতিষ্ঠিত এ স্কুলটি শিক্ষার আলো ছড়াতে শুরু করে। ২৫ বছরের এই দীর্ঘ সময়ে এই স্কুল থেকে শিক্ষার্জন করে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অবদান রাখছে।এই স্কুলে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা তাদের জীবনে নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক গঠন লাভ করে সুনাগরিক হয়ে গড়ে উঠছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাদার দিলীপ এস কস্তা বলেন, ‘ জয়ন্তী উৎসব মূলত ধন্যবাদ, কৃতজ্ঞতা ও আনন্দের উৎসব। জয়ন্তী উৎসব হলো পূণর্মিলন ও একতার প্লাটফর্মে মিলন মেলার একটা বড় সুযোগ। তাই জুবিলী বা জয়ন্তীতে দিবে ও নিবে এবং মিলাবে ও মিলবে।’
তিনি আরো বলেন, ‘ এই স্কুলের জয়ন্তী উৎসব পুরাতন, নতুন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী করে দিবে।’
বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘সেন্ট রীটাস হাইস্কুল এই এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তাই আমি এ স্কুলের পরিচালক মন্ডলী,শিক্ষক মন্ডলী,শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাই।
চাটমোহর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই স্কুলটি পরিগণিত হয়ে আসছে।এভাবেই যেন স্কুলটি সকলের সামনে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং শিক্ষার্থীরা যেন তাদের অন্তরে দয়া,নম্রতা, ও সততার বীজ বপন ও বিবেকের গঠনদানে প্রতিনিয়তই অবদান রাখেন বলেন বিশপ জের্ভাস রোজারিও।
জেলা প্রশাসক মোঃজসীম উদ্দিন বলেন,’ আলোকিত মানুষ গড়া ও শিক্ষার আলো বিস্তারে এই বিদ্যালয়টি এই এলাকায় বিশেষ অবদান রাখছে।তাই এ মহতী দিনে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই।তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধুমাত্র জিপিএ ৫ পয়েন্ট পেলেই চলবেনা বরং ভালো মানুষ হওয়ার জন্য জীবনে ভালো শিক্ষা গ্রহণ করতে হবে।
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়।
ডিসিনিউজ/ আরবি.কেকা. ২৬ জানুয়ারি ২০১৯