ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মদনপুরে অনুষ্ঠিত হলো জীবন-জীবিকা ও বসতবাটি সুরক্ষাবিষয়ক সেমিনার

মদনপুরে অনুষ্ঠিত হলো জীবন-জীবিকা ও বসতবাটি সুরক্ষাবিষয়ক সেমিনার

0
185
সহজ-সরল জীবনযাপনই সমৃৃদ্ধ জীবন (লাইদাতো সি)- ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিট ও জীবন-জীবিকা ও বসতবাটি সুরক্ষায় আমাদের করণীয়- ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বিষয়ভিত্তিক আলোচনা করেন।

ডিসিনিউজ ।। ঢাকা

নারায়নগঞ্জের মদনপুরে ঢাকা মহাধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশন এবং ঢাকা ক্রেডিটের আয়োজনে অনুষ্ঠিত হলো জীবন-জীবিকা ও বসতবাটি সুরক্ষাবিষয়ক সেমিনার।

২৬ আগস্ট, ঢাকা ক্রেডিটের মদনপুর বহুমুখী প্রকল্পের পিটার ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো লি:-এর চ্যাপলেইন ড. ফাদার লিটন গমেজ সিএসসি, ফাদার এলিয়াস হেম্রম সিএসসি, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু, প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির সদস্য পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরা, এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও বিপুল টি. গমেজসহ আরো অনেকে।

নারায়নগঞ্জের মদনপুরে ঢাকা মহাধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশন এবং ঢাকা ক্রেডিটের আয়োজনে অনুষ্ঠিত হলো জীবন-জীবিকা ও বসতবাটি সুরক্ষাবিষয়ক সেমিনার।

সকালে পবিত্র খ্রিষ্টযাগের মাধ্যমে সেমিনার শুরু হয়। এরপর বিষয়ভিত্তিক আলোচনা করেন বক্তারা।

সহজ-সরল জীবনযাপনই সমৃৃদ্ধ জীবন (লাউদাতো সি)- ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিট ও জীবন-জীবিকা ও বসতবাটি সুরক্ষায় আমাদের করণীয়- ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বিষয়ভিত্তিক আলোচনা করেন।

এরপর ডমিনিক রঞ্জন এবং ফাদার লিটন গমেজের পরিচালনায় অংগ্রহণকারীরা ওপেন ফোরামে অংশ নেয়। এ সময় বর্তমান বাস্তবতা ও করণীয় সম্পর্কে খোলামেলা আলোচনা এবং কর্মপরিকল্পনা গ্রহণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও তপন গমেজ।