ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মধুপুরে অরণখোলা ইউনিয়নের জনগণের মুখোমুখি জনপ্রতিনিধিরা

মধুপুরে অরণখোলা ইউনিয়নের জনগণের মুখোমুখি জনপ্রতিনিধিরা

0
334

স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার অংশ হিসেবে মধুপুরে অরণখোলা ইউনিয়নের জনগণের মুখোমুখি হয়েছেন জনপ্রতিনিধিরা।

সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর ও অরণখেলা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে কাকরাইদ ইউনিয়ন পরিষদ চত্বরে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ ১৫ মার্চ, বিকাল সাড়ে ৩টায় শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি’র সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. ছরোয়ার আলম খান আবু এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম।

অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে গিয়ে সনাক সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘জনপ্রতিনিধি ও জনঅংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা; সেবাপ্রদানকারী/জনপ্রতিনিধিদের জনগণের নিকট জবাবদিহি ও দায়বদ্ধ করা; সেবাগ্রহীতাদের করণীয়, অধিকার ও সেবা সম্পর্কে সচেতন করা; স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও সেবার মানোন্নয়নে স্থানীয় সম্পদ চিহ্নিত ও আরোহণ করতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করা; পরিষদের কাজে নাগরিকদের জবাব চাওয়ার ও পরিষদের জবাব দেয়ার মানসিকতা সৃষ্টি করাই মূল লক্ষ্য।’

এসময় ২০১৭-১৮ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহিত বাজেট ও কর্ম পরিকল্পনা অনুযায়ী অগ্রগতিসমূহ জনগণের সম্মুখে উপস্থাপন করেন পরিষদের সচিব নৃপেন কুমার দাস।

এরপর স্থানীয় নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ পরিষদের সীমাবদ্ধতাগুলো চেয়ারম্যান মো. আব্দুর রহিম সকলের মাঝে তুলে ধরেন। এসময় সনাকের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের বাজেটসহ সকল কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানো ও তাদের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়।

স্থানীয় নাগরিকের প্রশ্নের জবাবে চেয়ারম্যান স্বীকার করেন যে, গৃহিত পরিকল্পনার অনেক কিছুই এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে অসম্পূর্ন কাজগুলো খুব শীঘ্রই সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে এসময় পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, সনাক, ইয়েস, টিআইবি’র প্রতিনিধিসহ প্রায় ৩ শতাধিক স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

আরবি.আরপি. ১৮ মার্চ, ২০১৮