ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মধ্যবিত্ত ও সাময়িকভাবে দুর্দশাগ্রস্থ সদস্যদের আর্থিক সমস্যা কিছুটা নিরসন কল্পে কমোডিটি ঋণ

মধ্যবিত্ত ও সাময়িকভাবে দুর্দশাগ্রস্থ সদস্যদের আর্থিক সমস্যা কিছুটা নিরসন কল্পে কমোডিটি ঋণ

0
3429

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১৫ এপ্রিল, ২০২০ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধে লকডাউনের ফলে মধ্যবিত্ত ও সাময়িকভাবে দুর্দশাগ্রস্থ সদস্যদের আর্থিক সমস্যা কিছুটা নিরসন কল্পে সমিতির সদস্যদের সীমিত পর্যায়ে খাদ্যদ্রব্য ক্রয় এবং অত্যাবশ্যকীয় প্রয়োজন মিটানোর জন্য নিম্ন লিখিত শর্ত ও নীতিমালার আওতায় কমোডিটি লোন প্রদান করা হবে যা মে, ২০২০ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর।
১. ঋণ গ্রহীতাকে অবশ্যই ক্রেডিট সদস্য হতে হবে এবং ইউনিয়ন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট আবেদন পত্রের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে হবে।
২. শুধু মাত্র করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ সদস্যদের খাদ্যদ্রব্য, চিকিৎসা, ঘর ভাড়া ও অন্যান্য জরুরী প্রয়োজনের নিমিত্তে এই ঋণ প্রদান করা হবে।
৩. এ ঋণের পরিমাণ সর্বোচ্চ ৫০,০০০ টাকা; এক মাসে ২০,০০০ টাকার বেশী নিতে পারবেন না।
৪. এ ঋণের অধিনে সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে ৪০% মুদিপণ্য সমবায় বাজার হতে ক্রয় করবেন এবং বাকী ৬০% অন্যান্য খাদ্যদ্রব্য ক্রয় এবং অত্যাবশ্যকীয় প্রয়োজন মিটানোর জন্য নগদ নিতে পারবেন।
৫. এ ঋণের সুদের হার হবে ৬%। ক্রম হ্রাসমান পদ্ধতিতে দৈনিক ভিত্তিতে সুদ নির্নয় করা হবে।
৬. ঋণ গ্রহণ হতে প্রথম ৩ (তিন) মাস ঋণের কিস্তি ও সুদ প্রদানের কোন বাধ্যবাধকতা নেই; তবে কোন সদস্য চাইলে ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে পারবেন।
৭. ঋণ পরিশোধের সময় সীমা সর্বোচ্চ ১২ মাস অর্থাৎ ১ বৎসর ।
৮. প্রথম ৩ (তিন) মাস কিস্তি পরিশাধ না করলে পরবর্তী ৯(নয়) মাসের মধ্যে প্রথম তিন মাসের সুদ ও কিস্তি সমানভাবে বন্টিত হবে।
৯. শেয়ার, বিভিন্ন সঞ্চয়ী আমানত ঋণের জামিন হিসাবে বিবেচিত হবে। ক্ষেত্র বিশেষে সাধারণ ঋণের নীতিমালা অনুসারে এমআইসিআর চেকের মাধ্যমে এ ঋণ দেয়া হবে।
১০. একই পরিবারের একাধিক সদস্যকে এই ঋণ প্রদান করা হবে না; এক পরিবারের শুধুমাত্র একজন সদস্য এ ঋণের জন্য আবেদন করতে পারবেন।
১১. সাধারণ ঋণ থাকা অবস্থায়ও এই ঋণের জন্য আবেদন করা যাবে।
১২. নিজে অথবা পরিবারের কোন সদস্য খেলাপী থাকলে এই ঋণের সুযোগ পাবেন না।
১৩. কোন মাসে কিস্তি প্রদানে ব্যর্থ হলে পরবর্তী মাসে দুই মাসের সুদসহ সমূদয় বকেয়া পরিশোধ করলে কোন জরিমানা প্রদান করতে হবে না।
১৪. পরপর দুই মাস খেলাপী হলে সমূদয় বকেয়া সুদের অর্ধেক জরিমানা প্রদান করতে হবে।
১৫. ঋণ গ্রহণের ক্ষেত্রে সদস্য পদের বয়স বিবেচিত হবে না। তবে শেয়ার কমপক্ষে ১,২৫০.০০ টাকা থাকতে হবে (ফেব্রয়ারি-২০২০ পর্যন্ত)।
১৬. এ ঋণের জন্য ঋণ নিরাপত্তা স্কিমের টাকা গ্রহণ করা হবে না, তবে নিয়মিত ঋণ পরিশোধ কালিন সময়ে কোন সদস্যের মৃত্যু হলে তার সমূদয় বকেয়া ঋণ ঋণ নিরাপত্তা স্কিমের আওতায় ও নিয়মানুসারে সমন্বয় করা হবে। তবে খেলাপী হলে ঋণ গ্রহীতার উত্তরাধিকারী/নমিনিকে তা প্রচলিত নিয়মানুসারে প্রদান করতে হবে।
১৭. সুদের উপর কোন রিবেট (রেয়াত) প্রদান করা হবে না।
১৮. কোন সদস্য বা তার পরিবার মূল্যছাড়ে পণ্য বিতরণ কার্যক্রমের আওতায় আসলে কমোডিটি লোন গ্রহণ করতে পারবেন না।
১৯. নির্দিষ্ট অর্থ বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে এ ঋণ প্রদান করা হবে।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।

আরো পড়ুন

করোনায় ক্ষতিগ্রস্ত এবং নিম্ন আয়ের সদস্যদের মূল্যছাড়ে পণ্য বিতরণ করছে ঢাকা ক্রেডিট

২৬ এপ্রিল থেকে ঢাকা ক্রেডিটের লেনদেন সীমিত আকারে চলবে

বিশেষ বিজ্ঞপ্তি