শিরোনাম :
মনিপুরিপাড়া খ্রীষ্টান সমাজের বার্ষিক পুনর্মিলনী ও সাধারণ সভা
‘আমাদের অবস্থান নিজেদেরই ঠিক রাখতে হবে। আর সেই জন্য প্রয়োজন সচেতনতা’ মনিপুরিপাড়া খ্রীষ্টান সমাজের বার্ষিক পুনর্মিলনী ও সাধারণ সভায় মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
৯ ফেব্রুয়ারি (শুক্রবার) মনিপুরিপাড়া খ্রীষ্টান সমাজের বার্ষিক পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিতকালে সেক্রেটারি কস্তা আরো বলেন, ‘মনিপুরিপাড়ায় আমাদের সমাজের আরো অনেক মালিকানা ছিল। কিন্তু আমাদের ভুলের কারণে তা বেহাত হয়ে গেছে। আমি অনুরোধ করি, এখন থেকে এগুলো আর অন্যদের কাছে না দিয়ে, আমাদের ঢাকা ক্রেডিট বা খ্রীষ্টান হাইজিং রয়েছে এসব জায়গায় দিন, যাতে আমাদের সমাজের মধ্যেই তা সংরক্ষণ করা সম্ভব হয়।’
অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আমাদের সমবায় আন্দোলনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব রক্ষায় সামাজিক এবং রাষ্ট্রীয় আন্দোলন করতে হবে। আমরা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন নিয়ে কাজ করি, এখানেও আপনাদের সম্পৃক্ত হতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নিজেদেরই সংগ্রাম করতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়াসহ মনিপুরিপাড়া খ্রীষ্টান সমাজের সদস্যরা।
এ দিন পুনর্মিলনী অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের আনন্দ বাড়িয়ে দিতে খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি কোড়াইয়া লালন শাহের গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে তুলেন।
আরবি/আরপি/ ৯ ফেব্রুয়ারি, ২০১৮