শিরোনাম :
মশাবাহিত রোগঃ চিকুনগুনিয়া
পৃথিবীর উষ্ণতা বাড়ছে । জলবায়ু পরিবর্তিত হচ্ছে । আগাম বৃষ্টিপাতের কারণে মশার উপদ্রপ বাড়ছে । ফলে মশাবাহিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে ।
মশাবাহিত রোগগুলোর অনেকগুলোই আমাদের জানা আছে। যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, জিকা ভাইরাস রোগ, পীতজ্বর ইত্যাদি । মশাবাহিত রোগের কারণে সারা পৃথিবীতে ১০ লক্ষ লোক প্রতিবছর মারা যায় । বাংলাদেশে মশার কারণে চিকুনগুনিয়া নামক একটি রোগ গত বছর বেশ ছড়িয়েছে । এতে অনেকেই আক্রান্ত হয়েছেন ।
আমরা রোগের বিষয়ে যত বেশি জানব, তত বেশি নিজেরা সচেতন হতে পারব, অন্যকে সচেতন করতে পারব এবং রোগমুক্ত উন্নত সমাজ গড়তে পারব। এ সময় আমরা মশাবািহত রোগ চিকুনগুনিয়া নিয়ে জানব।
আক্রান্ত স্ত্রী এডিস এজিপ্টি ও এডিস এলবোপিক্টাস (Aedes aegypti and Aedes albopictus) মশার মাধ্যমে চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু রোগও ছড়ায়। এটি সাধারণত দিনের বেলায় বিশেষত সূর্য উঠার সময় ভোরে ও বিকালে সূর্য ডোবার সময় গোধূলিতে এ মশা বেশি কামড়ায়। তখন এ রোগে আক্রান্ত হবার ঝুঁকি বেশি থাকে। এ মশা ঘরে বা বাইরে উভয় জায়গায় বেশি কামড়ায়। ১৯৫২ সালে তানজানিয়াতে প্রথম এ রোগ দেখা দেয় । বর্তমানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা মহাদেশে প্রায় ৬০টি দেশে এরোগ বিস্তৃত ।
লক্ষণ
– চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ ।
– উপসর্গ সাধারণত সংক্রমিত মশা কামড়ানোর ৩-৭ দিন পর শুরু হয়। এমনকি ১২ দিন পরেও লক্ষণ প্রকাশ পেতে পারে ।
– সাধারণ উপসর্গ হলো জ্বর এবং জয়েন্টে ব্যথা হয়।
– অন্যান্য উপসর্গের মধ্যে মাথা ব্যথা, পেশি ব্যথা, জয়েন্ট ফুলে যায় বা ফুসকুড়ি বা র্যাশ হতে পারে।
– চিকুনগুনিয়া রোগে সাধারণত মৃত্যু ঘটে না, কিন্তু লক্ষণগুলো গুরুতর এবং সাংঘাতিক হতে পারে।
– বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা এক সপ্তাহের মধ্যে ভালো হয়। কিছু কিছু মানুষের মধ্যে।
– জয়েন্টের ব্যাথা কয়েক মাসের জন্য থাকতে পারে।
– উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বা হৃদরোগে আক্রান্ত মানুষ, নবজাতক, বৃদ্ধ (৬৫ বছর) মানুষ চিকুনগুনিয়া রোগে বেশি ঝুকিঁপূর্ণ । অনেকক্ষেত্রে চোখেও ব্যথা ও লাল বর্ণ বা চোখের প্রদাহ হতে পারে।
রোগ নির্ণয়
– রক্তে এলাইজা (Enzyme-linked immunosorbent assays (ELISA) টেস্টের মাধ্যমে এ রোগ সনাক্ত করা যায় ।
– চিকুনগুনিয়া এডিস মশার মতোই স্ত্রী মশার দ্বারা সংক্রমিত হয়।
– ডেঙ্গু রোগের লক্ষণের মতো প্রায় একই রকম লক্ষণ এতে থাকে । কেবল চিকুনগুরিয়াতে জয়েন্টে বেশি ব্যথা থাকে ।
– আপনি যদি সম্প্রতি চিকুনগুনিয়াতে আক্রান্ত এলাকা ভ্রমণ করে থাকেন, তাহলে আপনার এ রোগের ঝুঁকি থাকতে পারে ।
– আপনার স্বাস্থ্য প্রদানকারী চিকুনগুনিয়া বা ডে এবং তরশধ মত অন্যান্য অনুরূপ ভাইরাস জন্য পর্যবেক্ষণ রক্তপরীক্ষা অর্ডার করতে পারেন ।
চিকিৎসা
– চিকুনগুনিয়া রোগের এখনও কোনো ভ্যাকসিন আবিস্কৃত হয়নি।
– বিশ্রামে থাকতে হবে ।
– প্রচুর তরল খাবার যেমন ওরস্যালাইন, ফলের রস, ভাতের মাঁড়, ডাবের পানি, ডালের পানি, লেবুর সরবত, গুড়ের সরবত, স্যুপ ইত্যাদি খেতে হবে।
– জ্বর ও ব্যথা কমাতে যেমন এ্যাসিটামিনোফেন (প্যারাসিটামল) ওষুধ ভরাপেটে খেতে হবে।
– অ্যাসপিরিন এবং অন্যান্য প্রদাহজনক ওষুধ গ্রহণ করবেন না।
– আপনি অন্য কোন স্বাস্থ্যগত অবস্থার জন্য ঔষধ গ্রহণ করা হয় তাহলে, অতিরিক্ত ঔষধ গ্রহণ করার আগে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের সঙ্গে কথা বলুন ।
প্রতিরোধ
– আপনি যদি চিকনগুরিয়া রোগে আক্রান্ত থাকেন, মশার কামড় প্রতিরোধে আপনার অসুস্থতার প্রথম সপ্তাহে মশারির নিচে থাকলে ভাল।
– সংক্রমণের প্রথম সপ্তাহে, চিকুনগুনিয়া ভাইরাস রক্ত পাওয়া এবং আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে অন্য মানুষকেও আক্রান্ত করতে পারে ।
– মশা উপদ্রব এলাকায় হাতা লম্বা জামা বা ফুল শার্ট ও লম্বা প্যান্ট পরা ভালো।
– মশা বংশ বিস্তার করতে পারে এমন জায়গা নিয়মিত পরিষ্কার করা দরকার । যেসব জায়গায় পানি বা বৃষ্টির পানি বেশি জমে থাকে যেমন ফুলের টব, নারিকেলের ফেলে দেয়া গোলাকার অংশ, ঘরের ফুলদানিতে দীর্ঘদিন জমে থাকা পানি ইত্যাদি পরিষ্কার করা প্রয়োজন ।
– মশা উপদ্রুত এলাকায় মশা না কামড়ানো ক্রীম বা মলম শরীরে ব্যবহার করা যেতে পারে ।
– নিয়মিত মশারি ব্যবহার করা। বাচ্চাদের দিনের বেলায়ও মশারির মধ্যে রাখা।
২০০৬-২০০৭ সালে ভারতে এ রোগ মহামারী আকার ধারণ করেছিল । ২০০৫ সালে ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এ রোগে প্রায় ১৯ লক্ষ লোক আক্রান্ত হয়েছিল ।
প্রথম রোগী সনাক্ত করা হয় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর এ রোগে সচেতনতার জন্য গাইড বই প্রকাশ করে থাকে। আসুন মশাবাহিত রোগের হাত থেকে নিজে সচেতন হই ও প্রতিরোধ করি এবং অন্যকে ও পরিবারের সকলকে পাশাপাশি প্রতিবেশী, আত্মীয় বা বন্ধুবান্ধবকে উদ্বুদ্ধ করি – মশাবাহিত রোগমুক্ত পরিবার, সমাজ ও দেশ গড়ি ।
লেখক : ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও
তথ্যসূত্র:
– ইন্টারনেট
– Davidson’s Principal of Medicine
আরবি/আরপি/ ২৩ মে, ২০১৭