ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মহাকাশ জয়ের সফলতায় রাবিতে আনন্দ র‌্যালী

মহাকাশ জয়ের সফলতায় রাবিতে আনন্দ র‌্যালী

0
446

মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করায় আনন্দ র‌্যালী করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০ টায় আনন্দ র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মূল র‌্যালীর আগে বিভিন্ন বিভাগ র‌্যালী নিয়ে বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ মাঠে একত্রিত হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সমাবেশে উপচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘দেশের সকল উন্নয়ন দৃশ্যমান। আপনি ঐ গণতন্ত্র দিয়ে কি করবেন যদি দেশের উন্নয়ন না হয়। আমরা ঐ গণতন্ত্র চাই না, যে গণতন্ত্র দেশকে পিছিয়ে নিয়ে যায়। অনেকে টেলিভিশন চ্যানেলের টকশোতে বলেন দেশে গণতন্ত্র নেই। সত্যিকার অর্থে যদি গণতন্ত্র না থাকতো তাহলে তাঁরা একথা বলতে পারতো না।’

এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ইতোমধ্যে সংকেত পাঠানো শুরু করেছে। এ স্যাটেলাইট ভাড়া দিয়ে আমরা এখন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর মধ্যে দিয়ে বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ হয়ে ওঠেছে।’

এসময় র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আবাসিক হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আরবি.আরপি.১৪ মে, ২০১৮