ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মহাখালীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

মহাখালীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার

0
309

ডিসিনিউজ

রাজধানীর মহাখালীতে গির্জা কমিনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের সদস্যদের সচেতনতা বৃদ্ধির লক্ষে আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১, অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ক্রেডিটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবগতকরণ ও সদস্যদের ঋণ খেলাপি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আঞ্চলিক শিক্ষা সেমিনার আয়োজন করেন ঢাকা ক্রেডিট।

আঞ্চলিক শিক্ষাসেমিনারে মহাখালী খ্রিস্টান কো-আপরেটিভ ক্রেডিটের সভাপতি মনু বেনেডিক্ট ক্রুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

সভাপতি মনু বেনেডিক্ট ক্রুজ বলেন, সমবায় সমিতিতে শিক্ষা সেমিনার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ শিক্ষা সেমিনারের মাধ্যমে সদস্যরা সমবায় সমিতির অনেক বিষয়ে সচ্ছ ধারণা লাভ করেন। বাংলাদেশে সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হলেও কিছু মানুষের মানবিক উন্নয়ন হয়নি। কারণ অনেক সমবায়ী মিথ্যা তথ্য দিয়ে ঋণ গ্রহণ করে এবং ঋণ খেলাপির হার বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন, সমবায়ের কর্মী এবং কর্মকর্তাদের ট্রেনিং প্রদান করা হলে সমবায়ে আরো বেশি উন্নয়ন সম্ভব।

প্রধান অতিথি বাবু মার্কুজ গমেজ বলেন, ঢাকা ক্রেডিট ঋণ প্রদান, সঞ্চয়ী হিসাব এবং শেয়ার বিক্রয়ের পাশাপাশি সদস্যদের সকল প্রয়োজনীয়তা মেটানোর কাজ করে যাচ্ছে। একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় চাহিদার যোগান দিচ্ছে ঢাকা ক্রেডিট। সেই সাথে বিদেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা উচ্চ শিক্ষা ঋণ দিচ্ছে ঢাকা ক্রেডিট। আগামী ২০ বছরে আমাদের খ্রিষ্টান সমাজে ৫হাজার ডাক্তার ২০ হাজার নার্স তৈরির লক্ষ্য নিয়ে ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ এবং নার্সিংহোম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, ২০২০ সালের জুনের মধ্যে আমাদের কর্মী সংখ্যা হবে ১হাজার এবং সম্পদ পরিসম্পদ হবে নয়শত কোটি টাকা। এতে করে আমাজের সমাজে বেকারত্বের হার কমবে এবং সমাজ সামনের দিকে এগিয়ে যাবে।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে ঢাকা ক্রেডিটের প্রকল্প এবং প্রোডাক্ট সমূহের বিবরণ প্রদান করেন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন তুমিলিয়া ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বিশিষ্ট লেখক সুনীল পেরেরা, সুব্রত বনিফাস কস্তা, ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ভাইস- প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, রূপন আন্তনী পিউরীফিকেশন, প্রতাপ আগষ্টিন গমেজ, পাপিয়া রিবেরু, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য স্টেলা হাজরাসহ আরো অনেকে।