শিরোনাম :
‘মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড -২০২২’ পেলেন সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুশ
ডিসিনিউজ।।ঢাকা
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড -২০২২’ পেলেন সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুশ।
তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন। বর্তমানে সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুশ কুমুদিনী নার্সিং ইনস্টিটিউট -এর অধ্যক্ষ। তিনি দক্ষতার সাথে কুমুদিনী নার্সিং ইনস্টিটিউট পরিচালনা করছেন।
সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুশ গত ০৮ ডিসেম্বর ২০২২ খ্রি: কলকাতার রোটারিসদন অডিটোরিয়ামে ‘মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড -২০২২’ পেলেন। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম এবং সি.পি.ডি.আর -এর যৌথ আয়োজনে তিনি ‘মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড -২০২২’ পেলেন।