শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগ ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ডিসিনিউজ ।। ঢাকা
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শহীদদের আত্মার কল্যাণে প্রার্থনা ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ২৬ মার্চ সকাল ৬ টায় জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে বীর শহীদের কল্যাণ কামনায় এক বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় তেজগাঁও হলি রোজারি চার্চে। তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত মিন্টু পালমা খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ভাইস-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, নির্বাহী সদস্য পিটার রতন কোড়াইয়া, ভিক্টর রে, বিসিএ মিরপুর শাখার প্রেসিডেন্ট যোসেফ স্বপন চৌধুরী, বিসিএ মোহাম্মদপুর শাখার সাধারণ সম্পাদক পল্লব লিনুস ডি’ রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপিয়া রিবেরু, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ, উমা গমেজ, সিস্টার নিবেদিতা রিবেরু এসএমআরএ, নিরাপদ হালদার, মিসেস নীলু বিশ্বাস, মিসেস মেরী শ্যামলী রড্রিক্স, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ ও স্বপন রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।
খ্রিষ্টযাগের পর জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, নির্মল রোজারিও, ফাদার মিন্টু পালমা এবং জেমস সুব্রত হাজরা। পতাকা উত্তোলনের পর এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও-এর সভাপতিত্বে এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ এবং জেমস সুব্রত হাজরা। পরে নেতৃবৃন্দ সাভার স্মৃতিসৌধে শহীদদের পদতলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।