ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মহান স্বাধীনতা দিবস পালন ও শহিদের প্রতি সম্মান প্রদর্শন

মহান স্বাধীনতা দিবস পালন ও শহিদের প্রতি সম্মান প্রদর্শন

0
220

ডিসিনিউজ ।। ঢাকা

আনন্দ ও গৌরবের সাথে পালন করা হলো মহান স্বাধীনতা দিবস। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, তেজগাঁও গির্জা এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল বিশেষ খ্রিষ্টযাগ ও প্রার্থনানুষ্ঠান, আলোচনা সভা এবং সাভারে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

তেজগাঁও চার্চে ভোর ৬টায় সহকারী পাল-পুরোহিত ঝলক দেশাইয়ের অর্পিত খ্রিষ্টযাগ ও প্রার্থনার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। খ্রিষ্টযাগে সহযোগিতা করেন ফাদার আবেল বি. রোজারিও ও ফাদার নয়ন গোছাল। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন ও শহিদের আত্মার চিরকল্যাণ কামনা করা হয়।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন (বিসিএ)-এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিসিএ’র সেক্রেটারি জেনারেল ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল জেমস্ সুব্রত হাজরা, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বীর মুক্তিযোদ্ধা ম্যানুয়েল ডি’প্যারেস, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য মলয় নাথ, সিও স্বপন রোজারিও ও জোনাস গমেজ, এশিয়া কারিতাসের প্রেসিডেন্ট ড. আলো ডি’রোজারিও, শিক্ষা বোর্ডের কর্মকর্তা জেক পারভেজ, বিসিএস সদস্য স্বপন চৌধুরী, ভিক্টর রেসহ আরো অনেক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করি দেশের ৩০ লক্ষ মানুষ যাঁরা শহিদ হয়েছেন এবং দুই লক্ষ নারী যাঁরা ইজ্জত দিয়েছেন তাঁদেরকে। এ ছাড়া এই দেশ স্বাধীন করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা অবদান রেখেছেন তাদেরও কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এই অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

দেশের জন্য যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার কল্যাণে প্রার্থনা করা হয়েছে উল্লেখ করে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অন্যান্য জাতি-ধর্ম-বর্ণ ও আদিবাসী সকলের সাথে খ্রিষ্টান সম্প্রদায়ও কাঁধে কাঁধ রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকে যুদ্ধে আহত হয়েছেন। স্বাধীনতা দিবসের এই দিনে কৃতজ্ঞচিত্তে সেই সমস্ত বীরদের স্মরণ করি। স্মরণ করি জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের, যাঁদেরকে ৭৫-এর ১৫ আগস্ট হত্যা করা হয়েছে। আমরা তাঁদের আত্মার চিরশান্তি কামনা করি।’

আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শপথবাক্য পাঠ করা হয়।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ সাভার জাতীয় স্মৃতি সৌধে বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন।

এর আগে মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতি সৌধে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের মাগফেরাত কামনা করেন।