ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মহাসমারোহে অনুষ্ঠিত হলো সাভার পৌরসভা শাখার বিসিএ’র ত্রি-বার্ষিক সম্মেলন

মহাসমারোহে অনুষ্ঠিত হলো সাভার পৌরসভা শাখার বিসিএ’র ত্রি-বার্ষিক সম্মেলন

0
500

ডিসিনিউজ || ঢাকা
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) সাভার পৌরসভা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০।
আজ শুক্রবার ২ অক্টোবর সকাল ১০টায় সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের সাভার সেবাকেন্দ্রের নির্মল রোজারিও কমপ্লেক্সের প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টারে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনের মূলসুর ছিলো: ‘আত্ম-নির্ভরশীল দেশ ও সমাজ গঠনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন’।


সম্মেলনের প্রারম্ভেই মুজিববর্ষ উপলক্ষে বিসিএ’র সাভার তিনটি ইউনিট প্রতিনিধি, কেন্দ্রীয় কমিটি ও অন্যান্য সম্মানিত অতিথিগণ ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেটিউ ইউনিয়ন লি: এর প্লটে ও ঢাকা ক্রেডিটের সাভার সেবাকেন্দ্রের ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবার্ট টমাস রোজারিও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল গনি, প্রধান বক্তা ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার কাউন্সিলর (৮নং ওয়ার্ড ও প্যানেল মেয়র) হাজী মো: সেলিম মিয়া, ঢাকা জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদক রেভা. ডেভিড এ দাস।


বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাভার পৌরসভার শাখার সভাপতি মাইকেল জন গমেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি সাভারের পৌর মেয়রকে উদ্দেশ্য করে প্রধান বক্তা নির্মল রোজারিওসহ অন্যান্য বক্তাগণ সাভারের তিনটি বিসিএ ইউনিটের কর্মএলাকায় খালের পানি দুষণের কারণে পরিবেশ দুষণ, যুব সমাজের গঠন ও খ্রীষ্টান সম্প্রদায়ের দাবিগুলো উত্থাপন করেন।
প্রধান অতিথি সাভারের পৌর মেয়র আলহাজ¦ মো: আব্দুল গনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সকল বক্তার বিষয়বস্তুকে বিবেচনায় নিয়ে আশু সমাধানের আশ^াস দেন। তিনি সকল সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।


ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁর বক্তব্যে বৃক্ষ রোপণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আজ দুটি স্থানে বৃক্ষ রোপণ করেছি। আমাদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নির্দেশনায় ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি চার লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমরা ঢাকা ক্রেডিটের ৪৩ হাজার সদস্যের মাধ্যমে সেই লক্ষ্য পূরণে অবদান রেখে চেলেছি।’
করোনারা মধ্যেও বিসিএ’র এত বড় কর্মসূচির প্রশংসা করে প্রেসিডেন্ট কস্তা বলেন, ‘আমাদের মুখপত্র সকল পর্যায়ে থাকা জরুরি। প্রতিনিধিত্ব খুবই প্রয়োজন।’ তিনি শিক্ষা, স্বাস্থ্যে ও সমবায়ে খ্রিষ্টানদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেক্রেটারি প্রতাপ গমেজ সাভার ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট তপন টি. রোজারিওসহ বিসিএ’র তিনটি ইউনিটের প্রতিনিধিগণ অত্র এলাকায় নিজ সমাজের ও অঞ্চলের চলমান সংকট ও সমস্যার সমাধানের দাবি জানান।
দিনব্যাপী সম্মেলনের পর্যায়ক্রমিক কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপণ, অতিথিদের আসন গ্রহণ, জাতীয় ও বিসিএ’র পতাকা উত্তোলন, সর্বজনীন প্রার্থনা, অতিথিদের ব্যাচ ও ফুল দিয়ে বরণ নৃত্য, এবং প্রধান, বিশেষ অতিথি ও বিসিএ’র ইউনিট প্রতিনিধিসহ বিশিষ্টজনের বক্তব্য।
দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএ’র সাভার পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক জনি হিউবার্ট রোজারিও ও শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিএর সাভার পৌর শাখার অর্থ-সম্পাদক দিগন্ত কস্তা।
চলমান করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৪৭ পরিবারের মধ্যে সাভার উপজেলার তিনটি বিসিএ’র ইউনিটের সমন্বিত উদ্যোগে চাল, ডাল, তেল, লবণ ও সাবানের প্যাকেট বিতরণ করা হয়।