ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাউছাইদ ক্রেডিটের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাউছাইদ ক্রেডিটের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
291

ডিসিনিউজ ॥ ঢকা

 মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মাইছাইদ গির্জা প্রাঙ্গণে।

১৯ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান সুমন জেমস কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পাল-পুরোহিত ডমিনিক সেন্টু রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা উত্তরের ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলার মো: জাইদুল ইসলাম মোল্লা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডেভিড প্রবীন পিউরীফিকেশন, হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান পবিত্র রোজারিও, ভাই ভাই ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো: সৈয়দ হোসেন সৈকত প্রমুখ।

বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের মধ্যে ছিল উপস্থিতি গণনা, আসন গ্রহণ, পতাকা উত্তোলন, প্রার্থনা, চেয়ারম্যানের ভাষণ, অতিথিগণের বক্তব্য, বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ইত্যাদি।

ওইদিন বার্ষিক সাধারণ সভায় নতুন ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ শপথ গ্রহণ করেন।