শিরোনাম :
মাউসাইদের প্রাক্তন শিক্ষিকা সুলেখা ডি’কস্তা আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকার উত্তরখানের মাউসাইদ ধর্মপল্লীর প্রাক্তন শিক্ষিকা সুলেখা ডি’কস্তা আর নেই। বার্ধক্যজনিত রোগে ১০ জুলাই সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসে ভুগছিলেন।
প্রয়াত সুলেখা ডি’কস্তা ঢাকা ক্রেডিটের প্রাক্তন উপদেষ্টা প্রয়াত হিরা ম্যনুয়েল ডি’কস্তার স্ত্রী ও ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের শাশুড়ি। মৃত্যুকালে সুলেখা রেখে গেছেন এক ছেলে চন্দন ডি’কস্তা, পাঁচ মেয়ে: চন্দ্রা ডি’কস্তা, চন্দনা ডি’কস্তা, চিত্রা ডি’কস্তা, চম্পা ডি’কস্তা ও চামেলী ডি’কস্তা।
পেশা জীবনে সুলেখা ডি’কস্তা মাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর শিক্ষা পেয়ে আজ সমাজের অনেকে প্রতিষ্ঠিত।
১১ জলাই সকালে মাউসাইদ গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগের পর তাঁর মরদেহ কবরস্থ করা হবে।
সুলেখা ডি’কস্তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা তাঁর আত্মার চির শান্তি কামনা করেন।