ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মাটির ঘরে আশ্রয় নিলেন যোসেফ বেঞ্জামিন রোজারিও

মাটির ঘরে আশ্রয় নিলেন যোসেফ বেঞ্জামিন রোজারিও

0
1007

ডিসিনিউজ

মাটির ঘরে আশ্রয় নিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন আই. রোজারিও’র শ্বশুর যোসেফ বেঞ্জামিন রোজারিও।

আজ (৭ জুলাই) পপুলার হাসপাতালে সকাল ৭টায় তিনি ৮২ বছর বয়সে প্রাণত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী। তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সেন্ট যোসেফ স্কুলে শিক্ষকতা করেন। এরপর ১৯৭৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নটর ডেম কলেজে পৌরনীতির প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোসেফ রোজারিও নাগরী ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা ও উপদেষ্টা ছিলেন। এ ছাড়াও তিনি নাগরী প্যারিস ও স্কুলে বিশেষ অবদান রেখেছেন। ছিলেন গ্রামের সংঘের একনিষ্ঠ পরামর্শক।

তাঁর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া। কর্মীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও। এ সময় তারা যোসেফ রোজারিও’র আত্মার চিরশান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আজ বিকেল সাড়ে ৫টায় নাগরী প্যারিসে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে তাকে সমাধিস্থ করা হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন ডিরেক্টর সলোমন আই. রোজারিও, ক্রেডিট কমিটির সেক্রেটারি জনি এস. গমেজ, ঢাকা ক্রেডিটের নাগরী ও তুমিলিয়া সেবাকেন্দ্রের কর্মীবৃন্দসহ আরো অনেকে।