শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে সাইকেল র্যালি এবং বৃক্ষরোপন কর্মসূচি
জীবনকে ভালবাসুন; মাদকে না বলুন স্লোগান নিয়ে ২৮-২৯ জুলাই (শুক্রবার-শনিবার) তরুনদের নিয়ে এক মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। সাইকেল র্যালি, সমাবেশ এবং বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতার বৃদ্ধির লক্ষে এ অভিযান সাজানো হয়েছে।
বাংলাদেশে খ্রীষ্টান এসোসিয়েশনের ৫০ বছরের জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ধরেন্ডা মিশনের সেন্ট যোসেফ স্কুল মাঠ থেকে সাইকেল র্যালি উদ্বোধন করা হয়।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রেসিডেন্ট নির্মল রোজারিও উদ্বোধনকালে বলেন, তরুণ সামাজক মাদকের কারণে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন তরুণ সমাজকে রক্ষার জন্য এই র্যালির আয়োজন করেছে।
তিনি বলেন, ‘আমরা যদি টাকা-পয়সা বা ধন-সম্পদ হারাই, তবে তা অনেক পরিশ্রম করে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু আমাদের মানব সম্পদ বা তরুণ সমাজ নেশার ভয়াল গ্রাসে হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা সম্ভব নয়।’
মা-বাবা ও সমাজের সকল মানুুষের প্রতি দৃষ্টি অকর্ষণ করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে, যাতে মাদক মাথা তুলে দাঁড়াতে না পারে।’
‘প্রতি বছর প্রায় ৬০ হাজার কোটি টাকা মাদকের পিছনে ব্যয় হয়, যা সমাজকে কিছু এনে দেয় না, বরং ধ্বংস করে। আর এভাবে চলতে থাকলে ২০২০ সালে বাংলাদেশে মাদকাসক্ত জনসংখ্যার পরিমান হবে প্রায় ১ কোটি। তাই এখন আমাদের মাদককে রুখতে হবে।’ বলেন প্রেসিডেন্ট নির্মল।
প্রধান অতিথির বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ সংস্থার ডা. অরূপ রতন চৌধুরী বলেন, ‘জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে। সুন্দর জাতি গঠনের জন্য তরুণদের ভূমিকা উল্লেখ্য। আর তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’
তিনি বলেন, মাদকাসক্তি শুধু বাংলাদেশের সমস্যা নয়, পৃথিবীব্যাপি এই সমস্যা। বাংলদেশে মাদক উৎপাদন হয় না। বাইরে থেকে মাদক দেশে ঢুকছে, তাও বন্ধ করতে হবে।
তিনি পিতা-মাতাদের উদ্দেশ্য করে বলেন, বিলাসিতা এবং শাসনহীন জীবন সন্তানের জন্য মঙ্গল বয়ে আনে না বরং তাদের অপরাধ এবং মাদকের দিকে ঠেলে দেয়।
অতিথিদের বক্তব্যের পর ধরেন্ডা গির্জা প্রাঙ্গনে একটি ফলদবৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে সাইকেল র্যালির যাত্রার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবাট টি. রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ।
র্যালিটি ধরেন্ডা থেকে শুরু হয়ে মাউসাইদ, ভাদুন অতিক্রম করে মঠবাড়ি ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে অবস্থানের মধ্য দিয়ে প্রথম দিনের কার্মসূচি শেষ করে।
এ সময় বিভিন্ন গির্জায় অবস্থান নিয়ে ফলদবৃক্ষ রোপন করা হয়। এ ছাড়াও র্যালির মাঝে মাঝে পথ সভা অনুষ্ঠিত এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরন করা হয়।
মাদকবিরোধী কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা ক্রেডিটসহ বিভিন্ন সমবায় সমিতি এবং সংগঠন। এদের মধ্যে সাভার ওয়াইএমসিএ, সাভার যুব সংঘ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার ইউনিট, ধরেন্ডা তরুন সংঘ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন উত্তরখান ইউনিট, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ আরো অনেক সংগঠন।
উল্লেখ্য, আজ শনিবার ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার-উলুখোলা বাজার-উলুখোলা-নাগরী রোড-ভাসানিয়া-নাগরী-চড়াখোলা-তুমিলিয়া-কালিগঞ্জ উপজেলা-রাঙ্গামাটিয়া মিশন-দড়িপাড়া মিশন রোডম্যাপে সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।
শেষে দড়িপাড়া গির্জা মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি।
আরবি/আরপি/ ২৯ জুলাই, ২০১৭