ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাদকের মতো ভারতীয় সিরিয়ালও একটা নেশা

মাদকের মতো ভারতীয় সিরিয়ালও একটা নেশা

0
622

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ‘হারবাইদ খ্রিষ্টান সমাজ কল্যাণ যুব সঙ্ঘের’ আয়োজনে হারবাইদ নির্মলা মারীয়া গির্জায় ৫০ জন যুবক-যুবতীদের অংশগ্রহণে “মাদকের প্রতিচ্ছবি অন্যায়, যুব নেতৃত্ব দিয়ে করি তাকে বিদায়।” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় সকল যুবক-যুবতীদের জন্য খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার হিউবার্ট গমেজ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল এ রিবেরু এবং জুয়েল পি. রিবেরু। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভাদুন উপধর্মপল্লীর সহকারি পাল-পুরহিত হিউবার্ট গমেজ, হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিটের চেয়ারম্যান লিটন জে গমেজ, বন্ধন ক্রেডিটের চেয়ারম্যান বিপ্লব গমেজ এবং তাপস এস. কস্তা।

সেমিনারে জুয়েল রিবেরু বলেন, “আমাদের পরিবারে ও সমাজে মাদকের প্রভাব লক্ষ্যণীয়, মাদক গ্রহণের ফলে একজন যুবকের মস্তিষ্কের ক্ষতি করে। ফলে সে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে। একজন মাদকাসক্ত ব্যক্তি ও একটি পশুর মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে ও পরিবারে শুধু মাদকের নেশাই মুখ্য নয়। এখানে রয়েছে জি বাংলা ও স্টার জলসার মত মারাত্মক নেশা যা কিনা আমাদের আত্মার খাবার যোগাতে বাঁধা সৃষ্টি করে। মায়েরা সন্ধ্যায় প্রার্থনার বদলে সিরিয়াল দেখছে যা থেকে পরিবারের অন্যরা আত্মার খাবার (প্রার্থনা) থেকে বিরত থাকছে। তাই আমাদের সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখা দরকার। তবেই পরিবারে, সমাজে ও দেশে অরাজকতা সৃষ্টি হবে না এবং সমাজ সুন্দর এক আগামীকে দেখতে পাবে।”

ফাদার বুলবুল বলেন, “মাদককে সমাজ থেকে উঠানো যাবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে।”

তিনি বলেন, শুধু যুবক-যুবতীদের নয়, পরবর্তী সেমিনারগুলোতে যেন তাদের অভিভাবকদেরও সাথে রাখা হয়। কারণ মাদক নিয়ন্ত্রণ করতে হলে যুবক-যুবতীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সচেতন করতে হবে।

হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান লিটন বলেন, “কিছুদিন আগে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের উদ্যোগে যে মাদক বিরোধী সাইকেল রেলি হয়েছিল, তা দেখে অনেক যুবক-যুবতী সচেতন হয়েছে, আশা করি আজকের এই সেমিনারটি দেখেও যারা এখানে উপস্থিত আছে, তারা সচেতন হবে।”

হারবাইদ খ্রিষ্টান সমাজ কল্যাণ যুব সঙ্ঘের প্রেসিডেন্ট রিগেন বলেন, “আজকেই শেষ নয়, ভবিষ্যতে এরকম সেমিনার আরও করার পরিকল্পনা আছে। যারা এখানে উপস্থিত আছেন, সবার সার্বিক সহযোগিতা পেলে আশা করি আবারো করা সম্ভব হবে।”

আরবি/আরপি/৪ সেপ্টেম্বর, ২০১৭