শিরোনাম :
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এম.পি মহোদয়ের সাথে ঢাকার আর্চবিশপ বিজয় এন, ডি’ ক্রুজ, ওএমআই-এর সৌজন্য সাক্ষাৎ
ডিসিনিউজ।।ঢাকা
১১ এপ্রিল মঙ্গলবার, সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এম.পি মহোদয়ের সাথে ঢাকার আর্চবিশপ বিজয় এন, ডি’ ক্রুজ, ওএমআই এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ঢাকার প্রাক্তন আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি এবং ফাদার স্বপন দাস, সিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও সৌজন্য সাক্ষাৎকালে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব জনাব নির্মল রোজারিও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জানব মো: মোস্তাফিজুর রহমান, পিএএ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে আর্চবিশপ মহোদয় বিদেশী মিশনারীগণ যাতে ‘এম’ ক্যাটাগরির ভিসা সহজে এবং দ্রুত পেতে পারেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সহায়তা কামনা করেন। বিশেষভাবে ক্যাথলিক মিশনারী তথা ফাদার, ব্রাদার, সিস্টার যারা বাংলাদেশে আসেন তাদের ভিসা প্রাপ্তির জন্য ব্যক্তিগত ব্যাংক হিসাব তদন্তকারী কর্মকর্তাগণ চেয়ে থাকেন। কিন্তু ক্যাথলিক মিশনারী তথা ফাদার, ব্রাদার, সিস্টারগণের কোন ব্যক্তিগত হিসাব থাকে না বা থাকার কোন বিধানও নেই। তাদের হিসাব থাকে সম্প্রদায়ের তথা তাদের সংঘের নামে। সেই হিসাব থেকেই তাদের সকল ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। তাদের ব্যক্তিগত হিসাব চাওয়ায় তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এটা একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে আর্চবিশপ মহোদয় জানান। স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এই সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় ২০১৩-২০১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দেশে জঙ্গি তৎপরতা রোধে তাঁর নেতৃত্বে সকল ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও সহযোগিতার কথা উল্লেখ করেন। ঐ সময় সকলে তাঁকে সহযোগিতা করেছেন। ঢাকার প্রাক্তন আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি: নির্মল রোজারি’র কথাও বিশেষভাবে তিনি উল্লেখ করেন। তাঁরা দেশে সম্প্রীতি রক্ষা ও বিনির্মাণে এক সাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।