ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মানব সেবায় অনবদ্য অবদান রাখছে কোরিয়ান সেবা প্রতিষ্ঠান ‘সেরাজেম’। 

মানব সেবায় অনবদ্য অবদান রাখছে কোরিয়ান সেবা প্রতিষ্ঠান ‘সেরাজেম’। 

0
3935

কোরিয়ান সেবা প্রতিষ্ঠান ‘সেরাজেম’ অসুস্থ পীড়িতদের থেরাপীর মাধ্যমে সেবা প্রদান করে মানব সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

প্রতিষ্ঠানটি সম্পুর্ন বিনা খরচে  এ সেবাকাজ পরিচালনা করছে।

গত ২৫ সেপ্টেম্বর সেরাজেম’ এর সেবা পদ্ধতি ও কাজের ধরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় চ্ট্টগ্রামের পাহাড়তলীস্থ সেরাজেম কেন্দ্রে। এতে প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক কামরুল হোসেন বলেন, আমরা বিনামুল্যে, কোনরকম ঔষধ সেবন না করে থেরাপী মেশিনের মাধ্যমে রোগীদের ব্যাথা যন্ত্রনা লাঘব করার চেষ্টা করি। এখানে রোগীরা মূলত হাঁটু, পা, ঘাড় কোমর ব্যাথা নিয়ে আসে।এছাড়া স্ট্রোকে আক্রান্ত ও প্যারালাইসিস রোগীরাও আসে। আমরা প্রথমে তাদের ধারণা প্রদান করি। তারপর সম্মত হলে থেরাপী মেশিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করি।

থেরাপী নিতে আসা দম্পতি মোমিন উল্লাহ(৭৩)  এবং শেফালী বেগম(৭০)।শেফালী বেগম বলেন, কোমর ও হাঁটুর ব্যাথায় কষ্ট পাচ্ছিলাম, এখানে মাসখানেক ধরে থেরাপী নিয়ে অনেকটা ভালো বোধ করছি।

স্ট্রোকের রোগী অলিভার গোমেজ বলেন, ৬বছর আগে স্ট্রোক করে পায়ে জোর পেতাম না, এখন অনেকটাই সুস্থ।

পাহাড়তলী কেন্দ্রের পরিচালক পিয়ারুল কাদের বলেন, মুলত Z Stone নামক এক প্রকার পাথরে প্রাকৃতিক শক্তি সংরক্ষণ করে প্রযুক্তির মাধ্যমে রোগী দেহে তা করে রক্ত সঞ্চালনে সহায়তা মাধ্যমে এ চিকিৎসা দেয়া হয়। চট্টগ্রামে এটির ৭টি এবং সারাদেশে ৭০টি শাখা রয়েছে বলে জানান তিনি।

আরবি.আরপি. ২৯ সেপ্টেম্বর ২০১৮