ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাল্লা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা

মাল্লা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা

0
519

২৫ নভেম্বর, শুক্রবার মঠবাড়ী ধর্মপল্লীর মাল্লা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৮ম বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি স্বপন ভি. রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মঠবাড়ী ধর্মপল্লীর সহকারী পুরোহিত সমর লুইস ক্রুশ সিএসসি, মঠবাড়ী ক্রেডিটের চেয়ারম্যান শ্যামল জেমস্ রোজারিও, মাল্লা ক্রেডিটের উপদেষ্টা বকুল রোজারিও, উপদেষ্টা ফেলু ফ্রান্সিস রোজারিও, প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত মাইকেল রোজারিও, পাগাড় ক্রেডিটের চেয়ারম্যান জন গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর সিরেন সিলভেস্টার গমেজ, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, মঠবাড়ী বহুমুখী সমবায় সমিতি ঢাকার চেয়ারম্যান সুবল জোসেফ গমেজ, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ভাইস্ চেয়ারম্যান ডেভিড রোজারিওসহ সদস্যরা।

02প্রধান অতিথি বাবু মার্কুজ এসময় সবাইকে একত্রিত হয়ে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা ক্রেডিট সর্বদাই জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি মাল্লা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ফাদার সমর বলেন, মাল্লা গ্রামের সবাই যেন একত্রে হাতে হাত মিলিয়ে চলতে পারে। এসময় তিনি ক্রেডিটের উন্নতি কামনা করেন এবং সবাইকে এর উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

সভায় সদস্য-সদস্যাদের প্রাণবন্ত আলোচনায় বিগত সাধারন সভার প্রতিবেদন, ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন, কোষাধ্যক্ষর প্রতিবেদন, ঋণদান পরিষদের প্রতিবেদন, পর্যবেক্ষণ পরিষদের প্রতিবেদনসহ সকল প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন হয়।

আরবি/আরপি
২৭ নভেম্বর, ২০১৬