ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

0
259

প্রতিবছর শীতের আবহে এই বাণিজ্য মেলা  অন্য এক খুশি ও আনন্দ নিয়ে ঢাকাবাসীর কাছে   হাজির হয়। 

আবারও বর্ণিল সাজে সজ্জিত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

১ জানুয়ারি, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁও-এ এই মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুারো ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে ২২তম এই  মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন দেশের কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বেশি এবং কোন পণ্যের উৎপাদন আমাদের দেশে সম্ভব, তা আপনাদের খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে সেই সব পণ্য উৎপাদন করে আপনাদের নতুন বাজার সৃষ্টি করতে হবে।

02তিনি আরও বলেন, শুধু দেশে নয়, সমগ্র দক্ষিণ এশিয়াতেই আপনারা যাতে ব্যবসা-বাণিজ্য করতে পারেন সেই সুযোগ সৃষ্টি করা হয়েছে।

রপ্তানিমুখী পণ্যের বাজার বহুমুখী করার উপর গুরুত্বারোপ করে চামড়া ও চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

imagesঅনুষ্ঠানে  ২০১৩-২০১৪ সালে দেশে সর্বোচ্চ রপান্নি আয়কারী ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

মেলায় দেশি-বিদেশি বহুমুখী পণ্যের স্টল স্থান পেয়েছে।

এসএন/আরপি/আরবি/২ জানুয়ারি, ২০১৭