ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মায়ানমার রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠন সমূহের স্মারকলিপি...

মায়ানমার রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠন সমূহের স্মারকলিপি প্রদান

0
481

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ১৯টি দলের ঐক্য মোর্চা আজ সকালে মায়ানমার রাষ্ট্রদূত মাই মিন্ট থানের কাছে বাংলাদেশে অবস্থানরত মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সংখ্যালঘুদের অনতিবিলম্বে তাদের মাতৃভূমিতে সম-অধিকার ও সম-মর্যাদায় ফিরিয়ে নেওয়ার এবং সম্মানজনকভাবে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঐক্য মোর্চার সদস্যরা ঢাকার গুলশাল ২ নম্বর গোলচত্বরে জড় হন এবং বিবৃতি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোনো পরিস্থিতিতে মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গরা স্বদেশত্যাগে বাধ্য হয়ে বাস্তুচ্যূত অবস্থায় বাংলাদেশে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘুরা মর্মে মর্মে অনুধাবন করেন।

মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘকাল অব্যাহত থাকলে এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় নিদারুনভাবে বিঘেœর সম্ভবনা রয়েছে এবং এতে জঙ্গি সন্ত্রাসী সম্প্রদায়িক গোষ্ঠি বেশি উৎসাহীত হবে।

এ ছাড়াও স্মারকলিপিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতিসংঘে উপস্থাপিত ৫ দফার আলোকে উদ্ভুত সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট তিন কোয়াই ও স্টেট কাউন্সিলর আং সান সূচীর প্রতি আহ্বান জানানো হয়।

১৯ দলীয় ঐক্য মোর্চার মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশে খ্রীষ্টান এসোসিয়েশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ, সাংবাদিক সংগঠন স্বজনসহ আরো অনেক উল্লেখযোগ্য সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডীলর অন্যতম সদস্য হিউবার্ট গমেজ, জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাসহ ঐক্য মোর্চার সদস্যরা।

 

 

আরবি/আরপি/৯ নভেম্বর, ২০১৭