ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মায়ার বাঁধন ছিন্ন করে চলে গেলেন অধ্যাপক মানিক গোমেজ

মায়ার বাঁধন ছিন্ন করে চলে গেলেন অধ্যাপক মানিক গোমেজ

0
1549

প্রিয়জনদের কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন শ্রদ্ধেয় অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ। তিনি আজ সন্ধ্যা ৭ টায় মনিপুরিপাড়া নিজ বাসভবনে প্রাণ ত্যাগ করেন।

অধ্যাপক মানিক গোমজের মৃত্যুতে খ্রিষ্টান সমাজে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং অঙ্গসংগঠন থেকে জানানো হচ্ছে শোকবার্তা।

পরিবার সূত্রে জানা যায়, অধ্যাপক মানিক গোমেজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালেও চিকিৎসা নিচ্ছিলেন অনেক দিন যাবৎ।

অবশেষে ২৩ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় তিনি সকলকে কাঁদিয়ে সংসারের মায়া ছেড়ে চলে গেলেন।

অধ্যাপক মানিক গোমেজের মৃত্যুতে এক বিবৃতির মাধ্যমে গভীর শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

তিনি বলেন, ‘আমরা আজ মানিক স্যারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খ্রিষ্টান সমাজ একজন কালপুরুষকে হারিয়েছে।

মানিক স্যারের মৃত্যুতে মূলত আমরা একজন ভাল অভিভাবক হারিয়েছি। তার মৃত্যুতে খ্রিষ্টান সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

প্রেসিডেন্ট গমেজ আরো বলেন, ‘মানিক স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক। একেধারে তিনি মানুষ গড়ার কারিগর আবার ছিলেন একজন সৎ এবং নীতিবান সংগঠক। তিনি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠন এবং সামাজিক কার্যক্রমে ছিলো তার অপরিসীম অবদান। তিনি একজন সমাজ সংস্কারক এবং সৎ উপদেষ্টাও ছিলেন।’

এ সময় তিনি অধ্যাপক মানিক গোমেজের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার চিরশান্তি কামনা করেন।

03অধ্যাপক মানিক গোমাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন।

এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া শোক প্রকাশ করে বলেন, ‘মানিক স্যারের মৃত্যুতে খ্রিষ্টান সমাজের অপরিসীম ক্ষতি হয়েছে। মানিক স্যারের মতো সৎ নেতৃত্ব এবং যোগ্য সংস্কারক সমাজে প্রয়োজন রয়েছে।’

সেক্রেটারি জেনারেল কোড়াইয়া এ সময় অধ্যাপক মানিক গোমেজের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মঙ্গল কামনা করেন।

অধ্যাপক মানিক গোমেজের মৃত্যুতে ঢাকা ক্রেডিটসহ বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন, চার্চ, সংগঠন এবং অঙ্গসংগঠন গভীরভাবে শোক প্রকাশ করে।

বরিশাল জেলার বাখরগঞ্জ থানার মাটিভাঙ্গা গ্রামের (পাদ্রিশিবপুর ধর্মপল্লী) সন্তান অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ। অধ্যাপক মানিক গোমেজ দেশসেরা নটরডেম কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের ১৯৭২-৭৩ সাল পর্যন্ত সেক্রেটারি এবং ১৯৯০-৯৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ও ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট এবং বিভিন্ন সংগঠনের উল্লেখযোগ্য পদে দায়িত্ব পালন করেন। তিনি চার্চে বিভিন্নভাবে মান্ডলিক সেবা দিয়েছেন।

উল্লেখ, গত ২২ জুন (বৃহস্পতিবার) কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ আরো অনেকে অধ্যাপক মানিক গোমেজের বাসভবনে তাকে দেখতে গিয়েছিলেন। এ সময় তারা অধ্যাপক মানিক গোমাজের জন্য প্রার্থনা করেন এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জানান।

আরবি/এসআর/আরপি/ ২৩ জুন, ২০১৭