ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী

0
370

চট্টগ্রামবাসীকে শোকের সাগরে ভাসিয়ে ষ্টেশন রোডের বাইশ মহল্লা কবরস্থানে মায়ের কবরের পাশে শেষ ঠিকানা হলো আইয়ুব বাচ্চুর। গতকাল (২০/১০/২০১৮) আসরের নামাজের পরে তাঁকে দাফন করা হয়। এর শৈশব কাটানো মাদারবাড়ির নানাবাড়িতে নিয়ে যাওয়া হয়।

‘ঐ দূর আকাশের তারা রে, বলে দে না কোনটা আমার মা, মা কি আমায় দেখতে পায় না’? মায়ের স্মৃতির প্রতি করুণ আর্তি নিয়ে তিনি করেছিলেন এ গানটি।

অনেকেই বলেছেন, যে মায়ের মাধ্যমে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন, জীবনের আলো মুছে যাওয়ার পর সে মায়ের কোলেই শেষ আশ্রয় নিলেন তিনি।

জানাযা ও কবরস্থানে হাজারো মানুষের সাথে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর পিতা, সিটি মেয়র আ.জ.ম নাছিরউদ্দীন, সিডিএ চেয়ারম্যান আবদুচ সালাম প্রমুখ।

সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রামর কৃতি সন্তান কিংবদন্তী আইয়ুব বাচ্চুর নামে নগরীর যে কোন একটি সড়কের নামকরণ করা হবে। আমরা এর প্রক্রিয়া শুরু করবো’।

তাঁর স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি শোকবই খোলা হয়েছে।

আরবি.এমডি. ২০ অক্টোবর ২০১৮