ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মিরপুরে ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৫০ জন

মিরপুরে ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৫০ জন

0
411

ডিসিনিউজ ॥ ঢাকা

মিরপুরে ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৫০ জন, তাঁদের বেশির ভাগই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

১০ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের মিরপুরের সেবাকেন্দ্রে শিক্ষা সেমিনারে অংশ নেন নতুন সদস্য প্রত্যাশীরা। শিক্ষা সেমিনারে ক্লাশ নেওয়ার পর তাঁরা ঢাকা ক্রেডিটের সদস্য হন। তাঁদের ক্লাশ দেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রোডাক্ট ও প্রকল্প বিষয়ে তাঁদের সুষ্পষ্ট ধারণা দেন। ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘আপনাদের সঞ্চয়ী মনোভাবের হতে হবে। উৎপাদনশীল খাতে ঋণ নিয়ে নিজের পরিবার ও সমাজের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

তিনি যুবক-যুবতীদের বিভিন্ন সঞ্চয়ী ও ঋণ প্রোডাক্ট বিষয়ে ধারণা দিতে গিয়ে বলেন, আপনারা ঢাকা ক্রেডিট থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বচ্ছলতা ঋণ নিতে পারেন। এতে উন্নত কোনো দেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ সংস্থানের জন্য উচ্চশিক্ষা ঋণ, উচ্চশিক্ষা সাপোর্ট ঋণসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেন।

শিক্ষা সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ইন-চার্জ স্ট্যানিসলাস সোহেল রোজারিও ও মিরপুর সেবাকেন্দ্রের সিনিয়র অফিসার-ইনচার্জ শিল্পী এ ডি’কস্তা।