ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মিরপুর ও কাফরুলে ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মিরপুর ও কাফরুলে ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

0
512

ডিসিনিউজ ॥ ঢাকা

মিরপুরস্থ বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ মিলনায়তন ও কাফরুল গির্জা প্রাঙ্গণে ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করা হয়েছে আজ (১৪ আগস্ট)। মিরপুরে ২২০ এবং কাফরুলে ১৮ করোনায় ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবার এই ত্রাণ পেয়েছে। প্রত্যেক পরিবার পেয়েছে ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ এবং ৫ টি মাস্ক। খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন উপকার ভোগীরা।

সকাল আটটায় মিরপুরে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেষ্টার গমেজ, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের ভাইস-প্রেসিডেন্ট প্রদীপ বিশ্বাস, বহুমুখী সমিতির চেয়ারম্যান প্রদীপ সরকার প্রমুখ।

উপকারভোগী ও অতিথিগণ করোনা অতিমারিতে সময় উপযোগী ত্রাণ বিতরণের এই কার্যক্রমকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন। সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আমরা আশা করি ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশনের মধ্য দিয়ে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, করোনায় ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্রদের কিছুটা হলেও সহায়ক হবে।’

দুপুর একটার দিকে কাফরুল গির্জা প্রাঙ্গণে শুরু হয় ত্রাণ কার্যক্রম। এখানে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য মাধবী গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট বেঞ্জামিন গমেজ, কাফরুল খ্রিস্টান সমিতির প্রেসিডেন্ট স্যামুয়েল দিলীপ গমেজ, রবি হেনরী গেমজ প্রমুখ। 

এর আগে মোহাম্মদপুর, আঠারগ্রামঢাকার বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। প্রায় ১৬ শত পরিবার পাবে ফাউন্ডেশনের এই ত্রাণ।