ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মিলিটারী খ্রিষ্টান ফেলোশীফ বাংলাদেশ’র বার্ষিক সাধারণ সভা

মিলিটারী খ্রিষ্টান ফেলোশীফ বাংলাদেশ’র বার্ষিক সাধারণ সভা

0
405

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশের খ্রিষ্টান সমাজের অবসর প্রাপ্ত সেনা, নৌ এবং বিমান বাহিনীর অবসর প্রাপ্ত এবং যারা কর্মরত আছেন তাদের নিয়ে গঠিত হয়েছে মিলিটারী খ্রিষ্টান ফেলোশীপ বাংলাদেশের সাধারণ সভা।

আজ (২ নভেম্বর) শনিবার রাজধানীর মোহম্মদপুরে ওয়াইডাবøু সিএ’র ষষ্ঠ তলায় অডিটরিয়ামে সকাল ৮টায় ‘মিলিটারী খ্রিষ্টান ফেলোশীপ বাংলাদেশ’র (এমসিএফবি) সাধারসভা শুরু হয়।

এমসিএফবি’র সভাপতি বিমান বাহিনীর অবসর প্রাপ্ত উইং কামান্ডার খ্রীষ্টফার অধিকারী উপস্থিত সকলকে স্বাগত জানান বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য।

যুবাদের একসাথে মিলিত করা, খ্রিষ্টকে প্রচার করা, মিলিটারীতে যোগদানের জন্য উৎসাহিত করা, কেউ বিপদে পড়লে সহায়তা করার উদ্দেশে এমসিএফবি’র লক্ষ্য। এছারা মাসিক মিটিং, যুবাদের সরকারি ও মিলিটারীতে যোগদানে উদ্বুদ্ধ করণ এবং সংগঠনকে আরো বেশি শক্তিশালী করণের কার্যক্রম হাতে গ্রহণ করেছে।

বর্তমানে সেনা, নৌ, বিমান, পুলিশ ও বিডিআরসহ মোট ৫৫জন এই সংগঠনের অন্তভুক্ত রয়েছেন।

এছারা বার্ষিক সাধারণ সভায় বানানী সেমিনারীর পরিচালক ফাদার শিমন প্যাট্রিক গমেজ ‘আমরা সবাই যিশুর মধ্যে আছি’ শীর্ষক বিষয়ের উপর অনুধ্যান প্রদান করেন।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া মন্ডলীতে একত্রে কাজ করা এবং খ্রিষ্টানদের রাজনীতিতে সংক্রিয় অংশগ্রহণ করার আহŸান জানান। মান্ডলিক উন্নয়নমূূূূূূূলক কাজে সর্বিক সহযোগিতা প্রদান করবেন বলে জনানা নেতাদ্বয়।

সাধারণ সভা সঞ্চালনা করেন এমসিএফবি সেক্রেটারি রঞ্জন ফ্রান্সিস রোজারিও।