শিরোনাম :
মধুপুরে অমর একুশে বই মেলা
আন্তর্জাতিক মাত্ভাষা দিবস উপলক্ষে অমর একুশে চেতনায় সংস্কৃতি চর্চা ওবই পড়ার প্রত্যয় গড়তে পাচ দিন ব্যাপী বই মেলার শুভ উদ্ভোধন করা হয়।উপজেলা অডিটরিয়াম চত্ত্বরে মধুপুর পৌরসভার! উদ্যোগে এই বই মেলার আয়োজন করা হয়।
পৌর মেয়র মাসুদ পারভেজ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে অর্থ মন্রনালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক ভোলা এম.পি বই মেলার উদ্ভোদনি বক্তব্য রাখেন।উপজেলা চয়ারমেন আলহাজ ছরোয়ার আলম খান।প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি।উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু,বাপ্পি সিদ্দিকী,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পরিমল গোস্তামী,মধুপুর বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী,মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ বজলুর রশিদ চুন্নসই প্রমুখ এ বই মেলায় এম.পি স্থানীয় লেখকদের ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।দর্শনার্থী ও ক্রেতাদের ভীর দেখা যায়।মেলায় স্থানীয় প্রকাশনা এবং স্থানীয় লেখকদের বই বেশি করে কিনতে দেখা গেছে।লেখক নাজমুন সাদৎ নোমান জানান ভাল বাচাকেনা হচ্ছে এবং সন্তোষ জনক। সব শেষে এম.পি সব কটি স্টল ঘুরে দেখেন।
আরবি/আরপি/১৯ ফেব্রুয়ারি, ২০১৮