ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মুলাদীতে গণশৌচাগারের সামনে দোকান বসালেন ইউপি সদস্য

মুলাদীতে গণশৌচাগারের সামনে দোকান বসালেন ইউপি সদস্য

0
284

গণশৌচাগারের সামনের জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সিকদার।

বরিশালের মুলাদী উপজেলার সেলিমপুর বাজারে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত সাবেদ আলী সিকদারের ছেলে।

সেলিমপুর বাজারের ব্যবসায়ীরা জানান, ৮-১০ বছর আগে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য সরকারি বরাদ্দে সেলিমপুর বাজারে গণশৌচাগার নির্মাণ করা হয়। আবুল হোসেন ওরফে আবুল মেম্বার বাটামারা ইউপি সদস্য থাকাকালীন গণশৌচাগার সংলগ্ন জমি নিজের বলে দাবি না করলেও কিছুদিন আগ থেকে ওই জমি তার বলে দাবি করেন।

শনিবার আবুল মেম্বার গণশৌচাগারের প্রবেশ পথের সরকারি জমি নিজের দাবি করে দোকান নির্মাণ শুরু করেন। এ নিয়ে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হলে ওই এলাকার মেম্বার ইয়ার হোসেন রানা রোববার সকালে দোকান নির্মাণকাজ বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র জানায়, সাবেক মেম্বারের দোকান নির্মাণ এবং বর্তমান মেম্বার ওই কাজ বন্ধ করে দেয়ায় এলাকায় দুটি পক্ষ তৈরি হয়েছে। সাবেক মেম্বার লোকজন নিয়ে পুনরায় দোকান নির্মাণ করতে গেলে যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে সরকারি জায়গায় দোকান নির্মাণের বিষয়ে ভিন্নমত দিয়েছেন বাজার কমিটি।

সেলিমপুর বাজার কমিটির সভাপতি ও বাটামারা ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদার বলেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সিকদার ৩০-৩৫ বছর আগে সেলিমপুর বাজারে একটি দোকান নির্মাণ করে ব্যবসা করছিলেন। বর্তমানে সেখানে মুক্তিযোদ্ধাদের ভবন নির্মাণ করায় বাজার কমিটি আবুল হোসেন সিকদারকে গণশৌচাগারের সামনে একটি দোকান নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেন। সেখানে বাধা দেয়ার বিষয়টি অযৌক্তিক।

এ ব্যাপারে আবুল হোসেন সিকদার জানান, তার জমিতে মুক্তিযোদ্ধাদের অফিস নির্মাণ করায় বাজার কমিটি ও মুক্তিযোদ্ধারা গণশৌচাগারের সামনে দোকান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে বাধা আসলে বাজার কমিটি এবং মুক্তিযোদ্ধারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।