শিরোনাম :
মৃতের সংখ্যা যখন ১১,তখন পুলিশের মামলা
পঞ্চগড়ে বাস ট্রাক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১১, আবশেষে মামলা নিয়েছে পুলিশ।
পঞ্চগড়ে যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ১১ জনের প্রাণ গেল।
শনিবার সন্ধ্যার পর তেঁতুলিয়া পাগলীডাঙ্গী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবর রহমান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেরি করে অবশেষে মামলা করেছে পুলিশ। শনিবার বিকেলে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই ফজলুল করিম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন। মামলায় সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা হিসেবে দুই চালককে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আর ৫ জন নিহত হন।
ডিসিনিউজ/আরবি.আরপি. ২৮ অক্টোবর ২০১৮