ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক মেক্সিকোর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০

মেক্সিকোর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০

0
435

মেক্সিকোতে গত ৮৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। (খবর : রয়টার্স)

বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৮.১ মাত্রার ভূমিকম্পটি হয়।

প্রবল এ ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যে ৭১ জন নিহত হয়েছে বলে শনিবার রাতে নিশ্চিত করেছে রাজ্যটির জরুরি বিভাগ।

রাজ্যের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের মুখপাত্র জেসাস গনজালেজ বলেছেন, “শুধু ওহাকাতেই ৭১ জনের মৃত্যু হয়েছে।”

ওহাকায় নিহতদের মধ্যে প্রায় অর্ধেক জুখিতান শহরের বাসিন্দা বলে জানা গেছে। ভূমিকম্পে শহরটির টাউন হলসহ বহু ভবন ধসে পড়েছে, অনেক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিয়াপাসের স্থানীয় কর্তৃপক্ষ রাজ্যটিতে অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে। অপরদিকে তাবাস্কো রাজ্য কর্তৃপক্ষ চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

এবারের ভূমিকম্পটি শক্তির দিক থেকে ১৯৮৫ সালে মেক্সিকো সিটির কাছে হওয়া আট মাত্রার ভূমিকম্পটিকেও ছাড়িয়ে গেছে, যদিও জনবহুল এলাকায় হওয়ায় আগের ভূমিকম্পটিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

শনিবার সারাদিন ধরে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে গেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর থেকে গত দুই দিন ধরে অনবরত পরাঘাত অনুভুত হচ্ছে। এতে এরইমধ্যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে পড়তে পারে শঙ্কায় বাসিন্দারা বাড়িতে ফেরার সাহস করছেন না।

আরবি/আরপি/ ১১ সেপ্টেম্বর, ২০১৭