ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন রোনাল্ডো

মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন রোনাল্ডো

0
289

রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে চতুর্থ বারের মত সম্মানজনক ব্যালন ডি’অর পুরষ্কার জিতে নিয়েছেন।

অবশ্য গত বছরই ৫ম বারের মত ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনা ক্লাবের মেসি।

ভোটাভুটিতে তৃতীয় স্থান অর্জন করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজম্যান।

বিগত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে সাহায্য করেন রোনাল্ডো।

তাছাড়া এ বছরের ইউরো টুর্নামেন্টে শিরোপা জয়ী পর্তুগালের হয়ে তিনটি গোল করেন তিনি।

রোনাল্ডোর ঝুলিতে এখন রয়েছে ২০০৮, ২০১৩, ২০১৪ এবং চলতি বছরের ব্যালন ডি’অর।

পুরষ্কার জিতে রোনাল্ডো বলেন, “আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে চার চারবার সোনার বল জিতবো আমি। আমি তৃপ্ত। আমি দারুণ গর্বিত এবং খুশী।”

“আমি আমার সকল সতীর্থকে, জাতীয় দলকে, রেয়াল মাদ্রিদকে এবং সকল মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে এই খেতাব জিততে সাহায্য করেছেন।”

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এর আগে খেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এই মৌসুমে এখন পর্যন্ত দল ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি।

গত মৌসুমে তার গোল সংখ্যা ৫৪টি।

আরবি/আরপি/১৩ ডিসেম্বর, ২০১৬