ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সাথে খ্রিষ্টানদের মতবিনিময় সভা

মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সাথে খ্রিষ্টানদের মতবিনিময় সভা

0
1480

ডিসিনিউজ || ঢাকা
ঢাকার উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সাথে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজকুনীপাড়ার একটি রেস্টুরেন্টে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, চার্চের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় তিন শতাধিক খ্রিষ্টান প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর সম্মিলিত খ্রিষ্টান সম্প্রদায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
আতিকুল ইসলাম মতবিনিময় সভায় বলেন, ‘আমি সাধারণ একটি পরিবারের সদস্য। আমরা ১১ ভাইবোন। তাদের সকলকে আমাদের বাবা-মা মানুষ করেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি আমাকে মেয়র পদের জন্য মনোনয়ন দিয়েছেন। এই শহরে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আপনাদের সকলের সহযোগিতায় এই শহর সুন্দর একটি নগরী হতে পারে।’
ঢাকা শহরকে সুন্দর নগরী করার প্রতিজ্ঞা করে তিনি বলেন, ‘চলুন আমরা সবাই সুনাগরিক হই, আমরা যদি সুনাগরিক না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকবো, তারা বলবে, তোমরা কী করে গেলে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাড়বে না। আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন নৌকা প্রতীকে ভোট দেই।’
নির্মল রোজারিও বলেন, ‘আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিব। আমরা তাদের ভোট দিবো ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য। একটি আধুনিক ঢাকা শহর পাওয়ার জন্য তাদেওর কোনো বিকল্প নাই।’
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আজকে খুব ভালো লাগছে, সকল খ্রিষ্টান নেতৃ স্থানীয় ব্যক্তি উপস্থিত আছেন, যার মধ্য দিয়ে প্রমাণ করে নৌকার প্রতি আমাদের খ্রিষ্টানদের সমর্থন আছে। আমি সকলের নিকট নৌকা প্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট প্রার্থনা করি।’

[wp1s id=”11377″]
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ বলেন, ‘আমাদের খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে আমরা মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিব, আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরও ভোট দিবো।’
ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএএস এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম আপনি একজন আধুনিক মানুষ, একটি আধুনিক শহর গড়বেন- এই কামনা করি। যারা কাউন্সিলার পদপ্রাার্থী তাদেরকেও আমরা সমর্থন করি। আশা করি ৩০ জানুয়ারী আপনাদের ভোট দিয়ে বিজয় আমরা উদযাপন করবো।
কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও অনুষ্ঠানে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে যে উন্নয়ন দেশে বয়ে চলছে, তার ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। আমি সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।’
বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের প্রেসিডেন্ট উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) খ্রিষ্টফার অধিকারী বলেন, ‘আমরা আপনাদের জন্য কাজ করব। আমাদের সমর্থন আপনাদের জন্য আছে।’
বিবিএফ-এর সভাপতি কাজল সেনগুপ্ত বলেন, শুধু খ্রিষ্টানরা নয়, আশা করি সকলে নৌকায় ভোট দিবেন। খ্রিষ্টানদের নিয়ে বসার জন্য তিনি মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামকে ধন্যবাদ দেন।
হাউজিং সোসাইটির সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল বলেন, আধুনিক ঢাকা নির্মাণে আতিকুল ইসলামের প্রতি আমাদের সমর্থন রয়েছে।
এনসিএফবি’র সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ বাইবেল সোসাইটির প্রেসিডেন্ট বিশপ ফিলিপ অধিকারী বলেন, ‘সকল ভোটারের প্রতি আমার আবেদন, নৌকায় ভোট দিয়ে আতিকুল ইসলামকে জয়যুক্ত করবেন। আশা করি, তিনি ফুটপাত হকারমুক্ত করবেন।’
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থী ফরিদুর রহমান খান ইরান, শামীম হাসান ও হামিদা আক্তার মিতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া ও উইলিয়াম প্রলয় সমাদ্দার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস , ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, অন্যান্য কর্মকর্তা, কর্ণেল (অব) যোসেফ অনিল, বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভা. লিটন ম্রং প্রমুখ।


আলোকচিত্র: শমিত ক্রুজ