ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মোংলায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোংলায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
374

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব পর্যটন পরিচালনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গুরুত্বপূর্ণ জলজ পরিবেশ ব্যবস্থাপনার জন্য সংরক্ষিত এলাকা সম্প্রসারণ প্রকল্পের উদ্যেগে বাংলাদেশ বন অধিদপ্তর ও ইউএনডিপি এ কর্মশালার আয়োজন করে।

মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মশালায় সুন্দরববন কেন্দ্রিক স্থানীয় ট্যুর অপারেটরস্রা অংশ গ্রহন করেন এবং তাদের আলোচনায় উঠে আসে এ বনে পর্যটনের সম্ভনা ও নানা সমস্যার কথা। তবে পর্যটকদের নিরাপত্তাসহ জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের পরামর্শ ও উদ্ভুদ্ধ করনে ট্যুর অপারেটরস্দের দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয় এ কর্মশালায়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ডলফিন প্রকল্প পরিচালক মো. মদিনুল আহসান, খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইউএনডিপি’র ডলফিন প্রকল্প ব্যবস্থাপক মো. রেজাইল করিম চৌধুরী ও সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবিরসহ বনবিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।