ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মোবাইল ব্যাংকিং নিয়ে সতর্ক করলেন গভর্নর

মোবাইল ব্যাংকিং নিয়ে সতর্ক করলেন গভর্নর

0
342

মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন অর্থ স্থানান্তরের একটি বড় মাধ্যম হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সোমবার ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি বলেন,“এই ডিজিটাল যুগে এটা অস্বাভাবিক কিছু নয় যে মোবাইল মানি হতে পারে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় প্রক্রিয়া।”

মোবাইল ব্যাংকিংয়ে ঝুঁকি কমাতে গবেষণার গুরুত্বারোপ করে গভর্নর বলেন,“এটি প্রতিহত করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।ঝুঁকি কমাতে অবশ্যই এ বিষয়ে গবেষণা করে তার প্রকৃতি খুঁজে বের করতে হবে।” এজন্য বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সার্ক ফাইন্যান্স সেলের উদ্যোগে সোনারগাঁও হোটেলে ‘সার্কভুক্ত অঞ্চলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রভাব’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন।

গভর্নর বলেন, বর্তমানে বাংলাদেশে ২০টি কোম্পানির মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি রয়েছে, এর মধ্যে ১৮টি কোম্পানি সেবা দিচ্ছে। দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক আছেন প্রায় তিন কোটি ৯০ লাখ, যারা দিনে প্রায় ৭০০ কোটি টাকা লেনদেন করেন।
মোবাইল ব্যাংকিং এর এই সেবা দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাবি’র ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক এম এ বাকী খলিলী সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন।

মোবাইল ব্যাংকিং-এ আর্থিক সেবার বিষয়ে সার্কভুক্ত দেশগুলোর অভিজ্ঞতা বিনিময় এবং এর বিভিন্ন দিক উদঘাটন ও কীভাবে তা এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে,আরও কিভাবে অবদান রাখতে পারে সেসব বিষয় আলোচনা করতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রেমিট্যান্স অন্তঃপ্রবাহ কীভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা যায় তা নিয়েও সেমিনারে আলোচনা হয়।

এসএন/আরপি/১৯ ডিসেম্বর, ২০১৬