শিরোনাম :
মোহাম্মদপুরের বার্নাড কোড়াইয়া আর নেই
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রাক্তন ক্রেডিট কমিটির সদস্য বার্নাড কোড়াইয়া মার গেছেন।
২৩ এপ্রিল সকাল আটায় তিনি মোহাম্মপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।
টমাস কোড়াইয়া ও আন্না কোড়াইয়ার সন্তান বার্নাড কোড়াইয়া গাজীপুরের কালীগঞ্জের বোয়ালি গ্রামের অধিবাসী। পেশা জীবনে বার্নাড কোড়াইয়া জিইসি কোম্পানিতে চাকরি করেন। পাশাপাশি সমাজ সেবার সাথে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
অন্ত্যেষ্টিক্রিয়ার পর আজ বিকালে তাঁর মর দেহ দাফন করা হয় মোহাম্মদপুর ধর্মপল্লীর কবরস্থানে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী জোৎস্না গ্লোরিয়া কোড়াইয়া, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও শুভাকাংখী।