শিরোনাম :
মোহাম্মদপুরে ঢাকা ক্রেডিটের নতুন সেবাবুথ উদ্বোধন ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
মোহাম্মদপুরে উদ্বোধন করা হলো ঢাকা ক্রেডিটের নতুন সেবাবুথ এবং অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সেমিনার।
৭ মে, অবলেট হাইজে ঢাকা ক্রেডিটের সদস্যদের সুবিধার্থে সেবাবুথ উদ্বোধন করে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সেবাবুথের উদ্বোধনী ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অবলেট প্রভিন্সিয়াল ফাদার অজিত ভিক্টর কস্তা ওএমআই, অবলেট জুনিয়রেটের আধ্যাত্মিক পরিচালক ফাদার সুবাস কস্তা ওএমআই এবং সেন্ট খ্রিষ্টীনা চার্চের পাল-পুরোহিত ডেভিড গমেজ প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চন করে সেবাবুথ আশির্বাদ করেন। এরপর অতিথিবৃন্দ এবং সদস্যরা ফিতা কেটে সেবাবুথ উদ্বোধন করেন।
এরপরই সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত হয় আঞ্চলিক শিক্ষা সেমিনার। শিক্ষা সেমিনারের সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা রোমীয় এন. গমেজ। সেবাবুথ উদ্বোধন ও শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, সিস্টার রেবা ভেরুনিকা ডি’কস্তা আরএনডিএম, ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ইসুদর গমেজ, মার্টিন বিশ্বাস, দিলীপ পিউস রোজারিওসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ ও সদস্যগণ।
অনুষ্ঠানে বক্তারা ঢাকা ক্রেডিটের কর্মযজ্ঞের ভ‚য়শী প্রশংসা করেন এবং সমিতির সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বক্তা ও সদস্যগণ মোহাম্মদপুরে ঢাকা ক্রেডিটের সেবাবুথের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিক্ষা সেমিনারে সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিট সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম, প্রডাক্ট ও প্রকল্পের চিত্র আলোচনা করেন।