ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মোড়ক উন্মোচন হলো বার্থলমিয় সাহার ‘ছন্দে পবিত্র বাইবেলের গল্প’

মোড়ক উন্মোচন হলো বার্থলমিয় সাহার ‘ছন্দে পবিত্র বাইবেলের গল্প’

0
606

মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বার্থলমিয় প্রত্যুষ সাহার পবিত্র বাইবেলের উপর লেখা ‘ছন্দে পবিত্র বাইবেলের গল্প’।

১৮ নভেম্বর, মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে বিকাল ৬টায় এক আনন্দপূর্ণ অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, বইয়ের লেখক বার্থলমিয় প্রত্যুষ সাহা, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল রিবেরু, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, ফাদার ইন্মানুয়েল, ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিওসহ বার্থলমিয় সাহার পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবর্গ।

অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক বলেন, ‘আজকের এই আনন্দের দিনে বার্থলমিয়র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার নিজের ছন্দময় জীবনের কথা ভাবছি। তার জীবনের ছন্দগুলো নিজের লেখা, কথা, কাজ এবং নেতৃত্বের মাঝে প্রকাশ পেয়েছে।বার্থলমিয় মন্ডলীতে অনেক কিছু দিয়েছে। সে যা দিয়েছে তা পবিত্র আত্মারই দান। তার লেখা গানগুলো আজো আমরা উপাসনায় কত পবিত্রভাবে গাই!’ এ সময় কার্ডিনাল বার্থলমিয় সাহার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেন।

এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ বার্থলমিয় সাহার প্রশংসা করে বলেন, ‘বার্থলমিয় সাহার লেখাগুলো সার্বজনীন। তিনি আন্তমান্ডলিক এবং আন্তধর্মীয় সকলের জন্যেই লিখেছেন। আমাদের সমাজে বার্থলমিয় সাহাকে পেয়ে সত্যি আমরা গর্বিত। তিনি আমাদের জন্য আরো অনেক কিছু উপহার দিবেন বলে আশা করি।’

ফাদার বুলবুল বলেন, ‘আজকের বইটি আমাদের সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তিনি আমাদের জন্য আরো উপহার নিয়ে আসবেন।’

আজকের এই বইটি প্রকাশের মাধ্যমে খ্রিষ্টান সমাজকে উর্ধ্বে তুলে ধরেছেন বলে মন্তব্য করেন নির্মল রোজারিও। তিনি বলেন, ‘বার্থলমিয় সাহাকে ঈশ্বর আমাদের জন্য উপহার দিয়েছেন। তিনি তার লেখায় খ্রিষ্টের মূল্যবোধকে জাগ্রত করেছেন।’

এ সময় বইয়ের লেখক বার্থলমিয় প্রত্যুষ সাহা ডিসিনিউজকে জানান, ‘আমি পবিত্র বাইবেলের মূল্যবোধকে অনুপ্রাণিত করতে এই বইটি লিখেছি। আশা করি মানুষ এতে বাইবেল সম্পর্কে অনুপ্রাণিত হবে।’

তিনি বলেন, ‘আমাদের বাংলা ভাষা অনেক বেশি সমৃদ্ধ। বাংলা ভাষায় অনেক শব্দ এবং প্রতিশব্দ রয়েছে। এত সমৃদ্ধ শব্দ অন্য ভাষাতে খুব কমই রয়েছে।’

তিনি জানান, ‘তিনি নিজস্ব খরচে এই বইটি প্রকাশ করেছেন। বইটি বিক্রি করে যা আয় হবে, তা তিনি সাপ্তাহিক প্রতিবেশীকে দিবেন।’ এ বিষয়ে তিনি জানান, ‘যেহেতু প্রতিবেশী প্রকাশনার নিজস্ব কোনো ফান্ড নেই, তাই তিনি অন্যান্য লেখকদের উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বার্থলমিয় সাহার অংশগ্রহণে একটি গীতি নকশার আয়োজন করা হয়।

 

আরবি/আরপি/১৯ নভেম্বর, ২০১৭