ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মৌলভীবাজারের ময়লার স্তুপ জমছেই

মৌলভীবাজারের ময়লার স্তুপ জমছেই

0
345

মৌলভীবাজার বিসিক শিল্প নগরী ও জেলা কারাগারের সামনে ময়লায় দূষিত হয়ে উঠছে শহরতলীর গোমড়াসহ আশপাশের এলাকা।

মৌলভীবাজার-ঢাকা রোডের দূর্গন্ধে যাত্রীরাও দূভোর্গে পোহাচ্ছে। ইতি মধ্যে কয়েকজন শিশু ও বয়স্কসহ বেশ কয়েকজন লোক অসুস্হ্য হয়েছে বলে জানা যায়। জেলা‌ কারাগারে অবস্হানরত আসামীদের সাথে সাক্ষাত করতে আসা স্বজনরাও দুভোর্গ পোহাচ্ছেন প্রতিনিয়ত। দুর্গন্ধে প্রধান ফটকের সামনে কিংবা চা স্টলেও বসার উপায় নেই বলেন স্হানীয়সহ বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিরা।

দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকাবাসী মৌলভীবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার বলেও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। গত ৩০ জানুয়ারী (বুধবার ) দুপুরে এলাকীবাসী জেল সুপার ও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্হাপক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইউমেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আফজল হোসেন বলেন‌ কারাগারের ময়লা জনস্বাস্হের জন্য হুমকিস্বরুপ। পঁচা-দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। ময়লা থেকে রোগ জীবানু  ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন রোগে আক্তান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন দিন মশা-মাছির উপদ্রব্য বেড়েই চলছে।

নাম‌ প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারীরা বলেন বার বার কর্তৃপক্ষকে মৌখিক বলার পরও কাজ হয়নি তাই এবার লিখিত দেওয়া হয়েছে। এতে প্রয়োজনীয় ব্যবস্হা না নিলে পরবর্তীতে আন্দোলনে যাবে।

অভিযোগ থেকে জানা যায় কারাগার ও বিসিক এলাকায় ময়লায় জনগনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহ্নত হচ্ছে। এছাড়াও মনে করছে ময়লা আবর্জনা থেকে প্রতিনিয়ত নানারোগ জীবানু এলাকায় ছড়িয়ে পড়ছে। বিশেষ করে পায়ে হেঁটে যাওয়া লোকজন বিভিন্ন ভাইরাস জনিত ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার জেল সুপার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন ময়লা সরানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

ডিসিনিউজ/আরবি.এসপি. ২ ফেব্রুয়ারি ২০১৯