শিরোনাম :
ময়মনসিংহের প্রতিটি ঘর মা-মারীয়ার আশ্রয়স্থল
ময়মনসিংহের ঘরে ঘরে চলছে রোজারিওমালা প্রার্থনা। মে মাসকে কেন্দ্র করে খ্রিষ্টভক্তদের ঘরে ঘরে এই প্রার্থনা শুরু হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় শহরের পরিবারগুলো ঘুড়ে দেখা যায়, খ্রীষ্টান পরিবারে মাসব্যাপী রোজারিমালা প্রার্থনার আয়োজন করা হয়েছে। এতে পরিবারগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি খ্রিষ্টভক্ত পরিবারগুলো নিজ নিজ আগ্রহে মা মারীয়ার উদ্দেশে রোজারিমালা প্রার্থনায় অংশগ্রহণ করছেন।
ময়মনসিংহের কাথিড্রাল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত তরুণ বনোয়ারি জানান, “মে মাসকে ঘিরে রোজারিমালা প্রার্থনা করার জন্য বড় বড় চারটি গ্রুপ করা হয়েছে। এই গ্রুপের নেতৃত্বেই ঘরে ঘরে গিয়ে রোজারি প্রার্থনা করা হয়। এটি খুবই সহজ প্রার্থনা। এতে সবাই অংশগ্রহণ করতে পারে।”
তিনি আরো বলেন, “মে মাস হচ্ছে মা-মারীয়ার মাস। আর অক্টোবর মাস হচ্ছে জপমালা রাণীর মাস। এই মাসে মা-মারীয়ার বিশেষ আশির্বাদ পেতে আমরা ধ্যান-প্রার্থনা করে থাকি।”
অন্যদিকে একজন খ্রিষ্টবিশ্বাসী সুহাস চিরান বলেন, “রোজারিমালা প্রার্থনা শুধু প্রার্থনা নয়, আমি মনে করি এই প্রার্থনার মাধ্যমে মা-মারীয়া স্বয়ং আমাদের মাঝে উপস্থিত হন। তিনি আমাদের সকল প্রার্থনা শোনেন এবং সর্বদা আমাদের ভালবাসেন, আশির্বাদ ও রক্ষা করেন। আর আমরা মায়ের আশির্বাদে সারা বছর সুস্থ জীবনযাপন করতে পারছি।”
অপর একজন মা-মারীয়ার ভক্ত স্কলাসটিকা প্যারেরা বলেন, “মা মারীয়া আমাদের ভালবাসেন বলে তাঁর অনুসারীদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য অনেক ধরনের আশ্চর্য কাজ করেছেন। এর অন্যতম উদাহরণ হলো বারমারীর ফাতেমা রাণীর তীর্থ স্থান।”
বর্তমান প্রজন্মের একজন স্কুল পড়ুয়া ছাত্রী অন্বেষা বলেন, “রোজারি প্রার্থনা আমার খুবই ভাল লাগে। বিশেষ করে দূতের বন্দনা প্রার্থনাটি আমার অনেক ভাল লাগে।”
এভাবেই প্রতিবছর মা-মারীয়া রোজারিমালা প্রার্থনার মধ্য দিয়ে ময়মনসিংহের খ্রিষ্টান পরিবারে ভাতৃত্ব, একতা ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহের প্রতিটি খ্রীষ্টান পরিবার হয়ে উঠছে মা-মারিয়ার আশ্রয় স্থল ।
মে মাস, মা-মারীয়ার মাস! সমস্ত কাথলিক খ্রীষ্টানগণ মে মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন। ধ্যান প্রার্থনা, রোজারি প্রার্থনার মাধ্যমে এই মাসকে শুচি ও শুভ্রভাবে মা-মারিয়ার উদ্দেশে নিবেদন করা হয়।
মে মাসকে রোজারিমালার মাসও বলা হয়। এই মাসে পরিবারে পরিবারে গিয়ে রোজারিমালা প্রার্থনা করার একটি মান্ডলিক নিয়ম রয়েছে।
আরবি/আরপি/২৪ মে, ২০১৭