ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে আদিবাসী সংগঠনসমূহের কর্মশালা

ময়মনসিংহে আদিবাসী সংগঠনসমূহের কর্মশালা

0
659

“আদিবাসী জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনসমূহের সমন্বয় ও সেতু বন্ধন” মূলসুরে ময়মনসিংহের কারিতাস মিলনায়তনে শুক্রবার (২ জুন) অনুষ্ঠিত হয় ময়মনসিংহের আদিবাসী জন সংগঠনসমূহের নেতৃবৃন্দের কর্মশালা-২০১৭। অনুষ্ঠানটি আয়োজন করে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল।

চিন্তাবিদ ও গবেষক সুভাষ জেংছামের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে কর্মশালা শুরু হয়।

কর্মশালায় ‘আদিবাসী সংগঠনসমূহের পরিচিতি ও কার্যক্রম’ সম্পর্কে সহভাগিতা করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার (আইসিডিপি) বুলবুল মানখিন।

অন্যদিকে ময়মনসিংহ গারো গবেষক, কবি ও লেখক পরিষদের সভাপতি থিওফিল নকরেক ‘আদিবাসীদের সমস্যাসমূহ এবং সংগঠনসমূহের করণীয়’ বিষয়ে আলোচনা করেন। তিনি ময়মনসিংহের সমতল আদিবাসীদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করে সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য উপায় ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

01কারিতাস ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব ¤্রং বলেন, “কর্মশালার অন্যতম উদ্দেশ্য হলো, সমতল আদিবাসীদের মধ্যে সমন্বয় সৃষ্টি করা। এরই ফলশ্রুতিতে সমস্ত আদিবাসীদের মধ্যে একটি নেটওয়ার্ক সৃষ্টি হবে, যাতে করে আদিবাসীরা ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় একে অন্যের সাহায্য করতে পারে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের পাঁচটি দলে ভাগ করে আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিরুপন ও সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কে আলোচনার জন্য সুযোগ দেওয়া হয়।

কর্মশালায় আদিবাসী সংগঠনসমূহের মধ্যে উপস্থিত ছিল- ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, হাজং মাতা রাশিমনী উন্নয়ন পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ গারো গবেষক, লেখক ও কবি পরিষদ, বাংলাদেশ ইচক সাংস্কৃতিক ও সাহিত্য পরিষদ, আচিক মিছিল, আওয়া, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস), মৃত্তিকা, চানচিয়া, রে রে, আচিক ব্যান্ড কমিউনিটি অব বাংলাদেশ (এবিসিবি) প্রভৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

আরবি/আরপি/৪ জুন, ২০১৭