শিরোনাম :
ময়মনসিংহে চাকরি দেওয়ার নাম করে খ্রিষ্টান গারো তরুণীকে ধর্ষণ চেষ্টা
ডিসি নিউজ:
ময়মনসিংহে চাকরি দেওয়ার নাম করে খ্রিষ্টান গারো তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি হাসপাতালের ম্যানেজারের বিরুদ্ধে।
গতকাল (১৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ শহরের ভ্রাম্যপল্লী এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসপাতালের ম্যানেজার সোহেল রানা পলাতক রয়েছে।
যৌন নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি ভালুকাপাড়া ধর্মপল্লীতে। তিনি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে কারিতাস ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং ডিসি নিউজকে বলেন, ‘পদ্মা হাসপাতাল থেকে চাকরি দেওয়ার নাম করে পাঁচজন গারো তরুণীকে ডাকা হয়। একজনকে দ্বিতীয়তলায় ওটির রুম দেখানোর কথা বলে সেখানে ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। মূলহোতার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
নির্যাতনের শিকার তরুণীকে ময়মনসিংহ মেডিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যে নির্যাতনের শিকার তরুণীর ন্যায্য বিচারের জন্য কারিতাসের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে।
শ্লীলতাহানির শিকার তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে যারা নির্যাতন করেছে, তাদের কঠোর শাস্তি দাবি করি।’
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে পুলিশ। কতোয়ালি মডেল থানা ময়মনসিংহের ভারপ্রাপ্তকর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, ‘আমরা হাসপাতালের মালিক মজিবুর রহমান বাবুলকে আটক করেছি। মূল আসামি পলাতক। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ঘটনার সত্যতা রয়েছে।’
আরো পড়ুন:
২৭ তম জাতীয় খ্রিষ্টান লেখক কর্মশালা অনুষ্ঠিত