ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

ময়মনসিংহে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

0
237

ময়মনসিংহে পালন করা হলো ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

৪ জানুয়ারী সকাল ১১টায় আনন্দ মোহন কলেজের মুক্ত মঞ্চে শহরের নেতাকর্মীদের পদচারণায় শুরু হয় বার্ষিকীর অনুষ্ঠান ।

ছাত্রলীগের পথ চলাকে আরো গতিশীল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ শহর শাখা-এর আয়োজন করে । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর শুরু হয় মূল কার্যক্রম । ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কীকে আনন্দময় করে তোলে সন্দীপন সাংস্কৃতিক দল ।

এ সময় ময়মনসিংহ শহর শাখার ছাত্রলীগের নেতা রকিবুল ইসলাম রকিব বলেন “এই ছাত্রলীগ একদিনে গড়ে ওঠেনি । বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে ৭০-এ পা দিয়েছে । ছাত্রলীগকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের তরুন ছাত্র সমাজের । আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে । আমাদের লক্ষ্যই হচ্ছে শিক্ষা, শান্তি ও প্রগতি ।”

অন্যদিকে দুর্গাপুর নেত্রকোনা জেলার সাংগঠনিক নেতা মোস্তাক আহমেদ ( রুহি ) বলেন “বাংলাদেশ ছাত্রলীগ একটি রাজনৈতিক সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ বিবর্তন, ব্যতিক্রম ও বৈচিত্র্যে ভরা বিশাল ইতিহাসে সমৃদ্ধ । ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অডিটোরিয়ামে ছাত্রসভা মঈনুদ্দীনের নেতৃত্বে চৌদ্দ সদস্যের একটি অস্থায়ী সাংগঠনিক কমিটি গঠিত হয়েছিল। যে সংগঠনের পঁচিশটি উত্থানের তৎকালীন ছাত্র নেতা শেখ মুজিবের অনবদ্ধ অবদান ছিল । তৎকালীন তুখোড় ছাত্র নেতা শেখ মুজিবের ভাষায় ছাত্রলীগ গঠন করার সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের ভিতর ব্যাপক সাড়া পড়ে গেল । তিনি বলেছিলেন ‘আমি এক মাসের মধ্যে প্রায় প্রতিটি জেলায় কমিটি গঠন করতে সক্ষম হয়েছিলাম।’

রুহি আরো বলেন, ‘এই ছাত্রলীগের প্রতিষ্ঠা লগ্নে নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ । এভাবেই আস্তে আস্তে রুপান্তর হয় বাংলাদেশ ছাত্রলীগ।”

বক্তব্যের শেষে ছাত্রলীগের বর্ণাঢ্য মিছিল বিভাগীয় ময়মনসিংহ শহর প্রদক্ষিন করে।