ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে জমজমাট ঈদের বাজার

ময়মনসিংহে জমজমাট ঈদের বাজার

0
789

জমে উঠেছে ঈদের বাজার। ময়মনসিংহ শহরের সপিংমলগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। ময়মনসিংহের ঈদ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ডিসিনিউজের রিপোর্টার সুইটি আরেং

আসন্ন রমজানুর ঈদকে ঘিরে ময়মনসিংহ বিভাগীয় শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের গাঙ্গিনারপাড়, বাসাবাড়ি মার্কেট, হকার্স মার্কেট, নতুন বাজার, চড়পাড়ামোড়সহ বিভিন্ন বিপনী বিতানে ক্রেতা জনগণের উপচে পড়া ভিড়। বিপণী বিতানগুলোতে ছোট থেকে বড় বিভিন্ন বয়সের নারী-পুরুষের ছুটছে প্রতিদিন।

শেষ সময়ে নিজেদের পছন্দের জিনিস কিনতে ব্যস্ত হয়ে পড়েছে শহরবাসী। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের ভিড়। অন্যবারের মতোও বাজারে উঠেছে বিভিন্ন ডিজাইনের পোশাক। ভারতীয় সিরিয়াল থেকে শুরু করে সিনেমার নামেও চলছে পোশাকের কদর। নিজেদের সাধ ও সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় পন্য ক্রয় করছেন ক্রেতারা।

আক্তার ম্যানসনের দ্বিতীয় তলার বাসনা শাড়ি বিতানের প্রোপাইটর উত্তম সাহা বলেন, ‘এই সময়ে শাড়ি বিক্রি বেশ ভালই চলছে। দৈনিক ৩০-৪০ হাজার টাকার শাড়ি বিক্রি হচ্ছে।’ ঈদের আগে আরও বেশি বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়াও বাড়িপ্লাজার দ্বিতীয় তলার মিতু ফ্যাশন গ্যালারীর মালিক নাজমুল হাসান রাজীব বলেন, ‘এই ঈদে নতুন নতুন ডিজাইনের জামা বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে বহুবলী টু, হুররাম সুলতান, সানাম, সারারা, বাপজাদা বায়োস্কোপ ইত্যাদি বিক্রি হচ্ছে বেশি।’

অন্যদিকে একাদশ শ্রেণিতে পড়–য়া ক্রেতা তামিমা ইসলাম বলেন, ‘সবকিছুর দাম বেশি বেশি বলে মনে হচ্ছে। জিনিসের তুলনায় দাম বেশি। তবুও ইচ্ছা আছে এই রোজার ঈদে লেহেঙ্গা অথবা রাউন্ড জামা নেওয়ার।’

আর এক ক্রেতা মো. আল-আমিন বলেন, ‘ঈদের বাজার করতে আমার ভালোই লাগে। আজকে আমি একটি প্যান্ট পিচ কিনেছি এগারো শ টাকা দিয়ে। আর মার জন্য শাড়ি কিনবো।’ তিনি আবারো ঈদের মার্কেটে আসবে বলে জানান।

এছাড়াও পোশাকের দোকানের পাশাপাশি জুতার দোকান, কসমেটিকস্, পার্লারগুলোতেও ক্রেতা সমাগম লক্ষ্য করার মতো। বাদ যাচ্ছে না ফুটপাতের হকার্স মার্কেটগুলোও। এভাবে ঈদ যত কাছে চলে আসছে, ততই মেতে উঠছে ঈদের বাজার। সবারই একই ইচ্ছে, ঈদে নিজের জন্য এবং প্রিয়জনের জন্য সাধ্যের মধ্যে সেরাটা কেনার।

 

 

 

আরবি/আরপি/১৮ জুন, ২০১৭