ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে জমে উঠেছে তাঁতবস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলা

ময়মনসিংহে জমে উঠেছে তাঁতবস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলা

0
688

মাঝারী ও ক্ষুদ্র তাঁতবস্ত্র, কুটিরশিল্প ও নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্বার্থে এই প্রথমবারের মতো ময়মনসিংহে আয়োজন করা হয়েছে তাঁত, হস্ত ও কুটিরশিল্প মেলা।

ময়মনসিংহ পৌরসভার আয়োজনে ১৫ জুলাই থেকে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম মাঠে (টাউন হল প্রাঙ্গন) মাসব্যাপী পৌর তাঁতবস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে খোলা থাকবে মেলার ময়দান।

সরেজমিনে ঘুরে দেখায় যায়, মেলায় বিভিন্ন ধরনের পাঠ, বস্ত্রসহ নানা ধরনের স্টলের পসরা বসেছে। দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে কাপড়-পোষাক, খাবার-দাবার প্রভৃতিও মেলায় পাওয়া যাচ্ছে।

মেলায় সেজদা কসমেটিকস্ বিক্রেতা মো. শাহ্রিয়ার বলেন, ‘এখানে উন্নতমানের দেশি বিদেশি ব্যাগ, ইমিটেশন, জুয়েলারি, পার্লারের আইটেমসহ যাবতীয় বিয়ের সামগ্রী রয়েছে। আমাদের বেচা-কেনা ভালই চলছে। আমরা চাই ক্রেতারা যাতে সাধ্য অনুযায়ী স্বল্পমূল্যে ভালো জিনিস কিনতে পারে।’

অপরদিকে, তাসকিন ফ্যাশন হাউজের মালিক মো. শেখ কামাল বলেন, ‘মেলা মানেই বিনোদন। এই মেলায় শিক্ষার্থীরা বেশি আসে। কেউ কিনতে আসে, আবার কেউ ঘুরতে আসে। আমাদের দোকানে প্রায় ১০০ ধরনের টপস্ রয়েছে। ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাচ্ছে।’

ক্রেতা তপন দেবনাথ বলেন, ‘আমি এই মেলায় ব্যতিক্রমধর্মী কিছু জিনিস খুঁজছি। মেলার আয়োজন ভালই লেগেছে। তবে মেলায় পণ্যসামগ্রী কমমূল্যে পেলে সংসারের জন্য কিছু কিনবো ভাবছি।’
অন্যদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া তাসমিম বলেন, ‘মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। ইচ্ছা আছে মেলা থেকে একটি ব্যাগ কেনার।’

মেলায় গৃহসজ্জার জিনিস, ফুলদানী, মাটির তৈরি আসবাবপত্রসহ, জেন্টস দোকান, শাড়ীর দোকানের স্টলগুলো চোখে পরার মতো। এ ছাড়াও বড়দের জিনিসের পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে বিভিন্ন খেলনা সামগ্রী ও রকমারী পোষাকের পসরা।

আরবি/আরপি/৩০ জুলাই, ২০১৭