শিরোনাম :
ময়মনসিংহে দেশে প্রথম কাথলিক মন্ডলীর যাদুঘর স্থাপন
ময়মনসিংহে দেশের প্রথম কাথলিক মন্ডলীর মিউজিয়াম বা যাদুঘর স্থাপন করা হয়েছে ১০ জানুয়ারি । ময়মনসিংহ কাথলিক ধর্মপ্রদেশের উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
মান্দি অধ্যুষিত ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিলুপ্তপ্রায় কৃষ্টি-সংস্কৃতি, প্রথা, রীতি-নীতি, তথ্য-উপাত্ত, পোষাক পরিচ্ছদ ও সঙ্গীত জীব- বৈচিত্র এবং হারানো সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা, সংগ্রহ এবং গবেষণার কথা বিবেচনা করে বিশপ পনেন পল কুবি সিএসি’র সুপরিকল্পিত চিন্তার প্রতিফলনই এই যাদুঘর। এটির নাম আমা আ.চিক রাসং মিউজিয়াম। আমা আ.চিক রাসং অর্থ গর্বিত গারো মায়ের মিউজিয়াম বা যাদুঘর। আমা আ.চিক রাসং মিউজিয়ামই কাথলিক মন্ডলী ও দেশের প্রথম আদিবাসী যাদুঘর।
ময়মনসিংহ শহরের ভাটিকাশরে অবস্থিত বিশপ’স হাউস প্রাঙ্গণের নিকটে প্রাচীন সেন্ট প্যাট্রিক গির্জা বর্তমান জন পল হলের বিপরীতে যেখানে মিউজিয়ামটির অবস্থান। মিউিজিয়ামটির প্রতিষ্ঠাতা বিশপ পনেন পল কুবি সিএসসি, ডিডি মহোদয় মিউজিয়ামটি উদ্বোধন করেন এবং উপস্থিত সম্মানিত অতিথীবর্গ উদ্বোধন পর্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে অংশগ্রহণ করেন।
এই যাদুঘর মান্দি তথা গারো জাতিগোষ্ঠিকে তাদের আত্মপরিচয় জানতে যেমনি সহায়তা করবে, তেমনি উদ্বুদ্ধ করবে কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণ করতে। (তথ্যসুত্র: প্রতিবেশী)